পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রবিবার পার হতেই উষ্ণতার পারদ চড় চড়িয়ে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে। আগামী গোটা সপ্তাহটাই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে গোটা বাংলা জুড়ে। সেই সাথে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বৃদ্ধি পাবে। এই সপ্তাহের শেষভাগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে। সরস্বতী পুজো এ বছর বেশ উষ্ণ আবহাওয়ার মধ্যেই কাটবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দেখা যাক কেমন থাকবে আজকের (২৩শে জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৬ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টিঃ সম্ভাবনা নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৬ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৩ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৮মিনিট
সূর্যাস্তঃ ৫টা ১৯মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। তবে রাতের সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিন দিন খুব একটা পরিবর্তিত হবে না। তারপর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। সেই সাথে বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। আগামী দুদিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে। এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। বর্তমানে উত্তরবঙ্গের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও খুব শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামী ৩-৪ দিনের মধ্যে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী এক সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুয়ে ফেলবে। দু-একটি জেলায় সামান্য কুয়াশার প্রাদুর্ভাব দেখা দেবে। কলকাতা শহরের উপর শীতের কোন বালাই নেই। তবে এখনও অব্দি পশ্চিমের জেলাগুলি ও কলকাতার শহরের আশেপাশের জেলাগুলিতে রাতের দিকে হালকা শীত অনুভব করা যাচ্ছে।
আগামীকালের আবহাওয়া
মোটের উপর পশ্চিমবঙ্গ থেকে শীতের বিদায় ঘন্টা বেজেছে বলা চলে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ গঙ্গার দুপাড়েই তাপমাত্রা আগামী দু-তিন দিনের মধ্যে লক্ষণীয় ভাবে বৃদ্ধি পাবে। সেই সাথে উধাও হবে শীতের আমেজ। তবে এক্ষুনি বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।