শুভেন্দু অধিকারি, হামিদুল রহমান, বিজেপি, suvendu adhikari, hamidul rahaman
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্ক: রাজনৈতিক ময়দানে বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বক্তব্য রাখা স্বাভাবিক ব্যাপার। তবে প্রাণহানির হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গতকাল উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর মহাকুমার চোপড়ার দাসপাড়ার শাসকদলের প্রার্থী হামিদুল রহমান, শুভেন্দু অধিকারীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন। গতকাল রবিবার চোপড়ার দাসপাড়া এলাকায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি জনসভা করেন। চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুল রহমান। তিনি গতকাল শুভেন্দু অধিকারীর বডি ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন।

এমন বক্তব্যকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস পাল্টা হুমকি দিয়ে জানিয়েছে, হামিদুল রহমানের বক্তব্য কে ঘিরে গেরুয়া শিবির কমিশনের দ্বারস্থ হলে তৃণমূল কংগ্রেস সায়ন্তন বসুর বক্তব্যকে নিয়ে কমিশনের দ্বারস্থ হবে।

গতকাল চোপড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি গতকাল উত্তর দিনাজপুরের চোপড়াতে পৌঁছেছিলেন হেলিকপ্টারে করে। সেখানে পৌঁছে তিনি লক্ষ্য করেন চোপড়া থেকে দাসপাড়া মোড় পর্যন্ত শাসক দলের কর্মীরা কালো পতাকা হাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। এই প্রথমবার উত্তর দিনাজপুরে শুভেন্দু অধিকারী কে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হলো।

শুভেন্দু অধিকারী একসময় উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক ছিলেন। এর আগে তিনি বহুবার এসেছেন উত্তর দিনাজপুরে। তবে এর আগে কখনো তাকে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়নি, দেখতে হয়নি কালো পতাকা।

চোপড়ার দাসপাড়া সভামঞ্চে শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থী হামিদুল রহমানকে নিয়ে বলেন, ‘হামিদুল রহমানের অত্যাচার থেকে বাঁচতে বাম-বিজেপি একজোট হন।’ চোপড়া থেকে দাসপাড়া পর্যন্ত ‘গো ব্যাক’ স্লোগান ও কালো পতাকা দেখে চড়াও হয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পর হামিদুল ও তার গুন্ডাদের উচিত শিক্ষা দেওয়া হবে।’

শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে ঘিরেই হামিদুল সাংবাদিকের সামনে জানান, ‘শুভেন্দুর কপাল ভালো যে ও হেলিকপ্টারে এসেছে। নইলে ওর মতো মীরজাফরকে উচিত শিক্ষা দিতে চোপড়ার মানুষ ঝাঁটা লাঠি-সোটা নিয়ে দাঁড়িয়ে ছিল। রাস্তা দিয়ে এলে শুভেন্দুর ডেড বডি নন্দীগ্রামে ফেরত যেত।’ ইতিমধ্যে হামিদুলের এই বক্তব্যকে ঘিরে বিতরকের দানা বেঁধেছে।

তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের এমন বক্তব্যকে কেন্দ্র করেই বিজেপি নেতা সুরঞ্জিত সেন বলেন, ‘যার নেত্রী লাশের রাজনীতি করে তার শিষ্য তো লাশের রাজনীতিই করবে। এত আশ্চর্য হওয়ার কি আছে।’ তিনি হামিদুল রহমানকে হুশিয়ার দিয়ে বলেন, ‘হামিদুল কে বলব এখনো সময় আছে নিজেকে সংশোধন করে নিতে। নইলে পরে কপালে দুঃখ আছে।’