Rodrigo De Paul, argentina, qatar world cup, world cup 2022, netherland,
চোটের শঙ্কা আবার আর্জেন্টাইন শিবিরে ! গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রশ্নের মুখে ডি পল

বিশ্বকাপ ফুটবলঃ– বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে রদ্রিগো ডি পলকে নিয়ে আশঙ্কার কথা শোনা যাচ্ছে বহুমহলে। তবে সে সব জল্পনা উড়িয়ে দিয়ে আর্জেন্টাইন তারকা জানালেন, ঠিক আছেন তিনি। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার এখনো পর্যন্ত কাতার বিশ্বকাপে দেশের হয়ে সব ম্যাচে মাঠে নেমেছেন। তবে তার চোট পাওয়ার খবর সামনে আসার পর থেকে চিন্তায় ছিল আর্জেন্টাইন সমর্থকরা। এবার সেই চিন্তায় জল ঢাললেন খোদ আর্জেন্টাইন মিডফিল্ডার।

শুক্রবার কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে গোটা আর্জেন্টাইন শিবির। তবে অ্যাটলেটিকো মাদ্রিদের এর এই তারকাকে ডাচদের মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট ফিট আছেন কিনা তা নিয়ে জেগে ছিল অনেক প্রশ্ন। তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে কিছু তথ্য সংবাদমাধ্যমে এসেছিল।

ডি পলকে আর্জেন্টাইন ভক্তরা প্রায় “মেসির দেহরক্ষী” বলে উল্লেখ করে থাকে। শুধু শারীরিক দিয়ে নয় কৌশলগতভাবেও জাদুকর মেসিকে কভার করেন তিনি। মাঠে এই দুইজনের যুগলবন্দি এবং বোঝাপড়া খুবই চমৎকার। গতবছর কোপা আমেরিকা জেতায় ডি পল মুখ্য ভূমিকা পালন করেছিলেন এই আর্জেন্টাইন দলে। আর সেই ফর্ম অব্যহত রেখে এবছর বিশ্বকাপে বেশ ভালো পারফর্মেন্স করে চলেছেন তিনি।

গতকাল কাতারের এডুকেশন সিটির মাঠে অনুশীলন করে আর্জেন্টাইন দল। দলের সবাইকে একসঙ্গে ওয়ার্ম আপ করতে দেখা গেলেও মাঠে দেখা যায়নি আর্জেন্টাইন মিডফিল্ডারকে। তবে কিছুক্ষণ পরে ইনস্টাগ্রামে নিজের অনুশীলনের ছবি পোস্ট করে সমর্থকদের স্বস্তি ফিরিয়ে আনেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। ইনস্টাগ্রামের পোস্টে তিনি লেখেন, “সবকিছু একদম ঠিক আছে। আমি আলাদাভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছি।নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি করছি। ভামোস আর্জেন্টিনা, একসঙ্গে এগিয়ে যাই।”

রডরিগো ডি পল এখনো পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মোট ৪৮ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কোপা আমেরিকার পর বিশ্ব ফুটবলের সবথেকে বড় ট্রফিটি নিজেদের শোকেসে সাজানোর জন্য মরিয়া হয়ে আছেন এই তরুন মিডফিল্ডার।