এমিলিয়ানো মার্তিনেস, Argentina, Fifa, Penalty Rules
মার্তিনেসর আতঙ্কে পেনাল্টির নিয়মে বদল আনছে ফিফা ! কড়া নিয়ম আসছে গোলরক্ষকদের জন্য | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ স্পোর্টস ডেস্কঃ- ২০২২ কাতার বিশ্বকাপে টাইব্রেকারে গোলপোস্টের সামনে দলের হয়ে দুই বার দলকে জিতিয়ে হিরো হয়েছেন আর্জেন্টাইন গোল রক্ষক এমিলিয়ানো মার্তিনেস। প্রথমে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং পরে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ট্রাইবেকারে তেকাঠির নিচে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। বিপক্ষ দলের খেলোয়াড়দের শট বাঁচানোর জন্য সব রকমের আদব-কায়দা দেখিয়েছিলেন গোলরক্ষক মার্তিনেস। তবে সেসব নিয়ে অনেক বিতর্ক হয়েছিল ফুটবল মহলে। কিন্তু শেষ হাসি হেসেছিলেন মার্তিনেস। তবে এবার আর্জেন্টাইন গোলরক্ষকের এসব আদব কায়দার জন্য পেনাল্টির নিয়মে ফিফা আনতে পারে নতুন বদল। এমনটাই শোনা যাচ্ছে ফিফার তরফ থেকে।

ফুটবলের সব ধরনের নিয়ম-কানুন ঠিক করে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। ইতিমধ্যে পেনাল্টি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে তারা। বাধা নিষেধ আসতে পারে পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকদের নড়াচড়ায়।

‘দ্য সান সংবাদ সূত্রে জানা গিয়েছে, নতুন নিয়ম বেশ কঠিন হতে চলেছে গোলরক্ষকদের জন্য। এই নিয়ম প্রযোজ্য হলে অবৈধভাবে বিরক্ত করা যাবে না পেনাল্টি নেওয়া খেলোয়ারকে। কোনভাবেই সময় নষ্ট করতে পারবে না গোলরক্ষকরা। এই নতুন নিয়মাবলী মার্চ মাসে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার বৈঠকে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারের সময় বারবারই ভিন্ন রূপ দেখা গিয়েছে আর্জেন্টাইন গোলরক্ষকের। পেনাল্টি নেওয়ার সময় বারবার অভিযোগ করে যাচ্ছিলেন রেফারির কাছে। কোম্যানের কাছে ছুটে যাচ্ছিলেন তিনি। তার ফলে কিছুটা হলেও শট নেওয়ার সময় মনোযোগ নষ্ট হয়েছিল কোম্যানের।

ফ্রান্সের হয়ে তৃতীয় শট নিতে এসেছিলেন চুয়ামেনি, সে সময় তিনি ঘটান অন্য এক কান্ড। হাতে বল নিয়ে গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের সামনে গিয়ে বলছিলেন চিৎকার করতে। তারপর তাকে বল না দিয়ে বলটি ছুড়ে দেন অন্যদিকে। চুয়ামেনিকে বাধ্য হয়ে গিয়ে আনতে হয় সেই বল। এইসব ঘটনার ফলে নষ্ট হয় তার মনোযোগ। শট মিস হওয়ার পর অঙ্গভঙ্গি করতে দেখা যায় মার্তিনেসকে।

আর্জেন্টাইন গোলরক্ষকের এইসব কর্মকাণ্ড দেখার পর ফিফার কাছে অভিযোগ জানায় ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন। তারপরেই এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে ফুটবল ফেডারেশন সংস্থা। আর্জেন্টাইন গোলরক্ষকের কারণেই এবার বদল আসতে পারে পেনাল্টি নিয়মে।