পশ্চিমবঙ্গ ডেস্কঃ শুক্রবার রাত পার হতে না হতেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। ভোট প্রচারে রাজনৈতিক দলগুলি একপ্রকার টার্গেট করেছে সোশ্যাল মিডিয়াকে। ভোট প্রচারের একটি বড় অধ্যায় হলো দেওয়াল লিখন এরপরে তো রোড শো, জনসভা তরজা গান থেকে শুরু করে র্যাপ সং এবং একাধিক ভোট প্রচারের অভিনব ভাবনা।
বিরোধী দলগুলোর উপর আক্রমণ শানানো হচ্ছে গান ও দেওয়াল লিখন এর মাধ্যমে। তবে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেসের শিকড় বেশ মজবুত। ভোট প্রচার এর দিক থেকে প্রথম স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস এটা বলাই যায়।
বঙ্গে র্যাপ সং এবং দেবাংশু ভট্টাচার্য এর গান মাতিয়ে তুলছে বঙ্গের মানুষকে। তবে এবার সামনে এলো জঙ্গলমহলের ‘ফাইটার দিদি দ্বিতীয় পর্ব’। গতকাল বৃহস্পতিবার সকালে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও টুইট করা হয়।
সেই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রচার হয়েছে বহুদূর। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জঙ্গলমহলের একটি ছোট্ট গ্রামে খেলার মাঠে কয়েকটি বাচ্চারা ফুটবল খেলছে। ফুটবল খেলতে খেলতে হঠাৎই বলটি মাঠের বাইরে জঙ্গলে গিয়ে পড়ে। জঙ্গলের ভিতর থেকে বলটি আনতে ছোট্ট বাচ্চা এগিয়ে যায় এবং সে দেখতে পায় বুলডোজার নিয়ে তেড়ে আসছে বহিরাগতরা।
গাছপালা ভেঙেচুরে জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের জমি। গরিব মানুষের ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে আদিবাসী গরিব মানুষের পাশে রুখে দাঁড়িয়েছেন বহিরাগতদের বিরুদ্ধে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাঙ্গা পা দিয়ে বলটি চেপে ধরেছেন। ফুটবলের এক একটা শর্ট-এ তিনি তাদেরকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন।
The message is loud and clear – all attempts by OUTSIDERS to encroach upon our motherland will be THWARTED. @MamataOfficial is the ROCK standing by the people of Jangalmahal. ‘Fighter Didi’ Episode 2 out now.#NoToBJP #BanglaNijerMeyekeiChay pic.twitter.com/feO5jALLtt
— All India Trinamool Congress (@AITCofficial) March 26, 2021
তিনি জানিয়েছেন, “বাইরে থেকে বহিরাগত যতই আসুক না কেন ফাইটার দিদি তাদের সাথে একাই লড়বেন।”