india news, news, education, delhi school, delhi school reopen
ছবিঃ সংগৃহীত

ওয়েব ডেস্কঃ করোনা ভাইরাস এর জেরে দেশ জুড়ে প্রায় ১১ মাস স্কুল-কলেজ বন্ধ আছে। লকডাউন এর মধ্য দিয়ে অনলাইন ক্লাস চালু হলেও ক্লাস রুমের ভিতর যেভাবে পঠন-পাঠন হয় তেমনটাও অনলাইন ক্লাসে হয় না। বোর্ডের পরীক্ষার কথা মাথায় রেখে রাজধানী দিল্লিতে খুলে দেওয়া হলো স্কুল।

হারকোর্ট বাটলার সিনিয়র সেকেন্ডারী স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, “বোর্ডের পরীক্ষায় এগিয়ে এসেছে,সিলেবাস কম হলেও অনলাইন ক্লাসে তেমনভাবে পঠন পাঠন হয়না যেমনটা ক্লাসরুমে হয়”। সিলেবাস কম হলেও, সিলেবাস অনুযায়ী তাদের পঠন-পাঠন ঠিকভাবে হচ্ছে না। ছাত্রছাত্রীরা স্কুলে আসলে আমরা তাদেরকে যথেষ্ট সাহায্য করবো। বোর্ডের পরীক্ষার কথা ভেবেই দিল্লির সরকারি এবং বেসরকারি স্কুল গুলি খুলে দেওয়া হয়েছে। স্কুলগুলিতে শুধু দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে।

সোমবার আজ থেকে খুলে দেওয়া হয়েছে দিল্লির স্কুল গুলি। তবেই স্কুলগুলিতে এই মুহূর্তে ছাত্র-ছাত্রীদের হাজিরা বিষয়টি ঐচ্ছিক হিসেবে রাখা হয়েছে। দিল্লির সমস্ত স্কুল খুলে গেলও তাদের কোভিড-19 এর গাইডলাইনস মেনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলে পড়ুয়াদের আসা অনিবার্য নয়। যদি অভিভাবকরা চান, তবে পড়ুয়া স্কুলে আসতে পারবে। সোশ্যাল ডিসটেন্স মেনেই করানো হবে ক্লাস। শিক্ষার্থীরাও সতর্ক আছে এ বিষয়ে। সোমবার সকালে এক ছাত্র জানিয়েছে, “আমরা সর্বদা সামাজিক দূরত্ব বিধি মেনে চলবো এবং সর্বদা মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করব”।

করোনা ভাইরাসের জেরে ১১ মাস স্কুল বন্ধ থাকার পর অরবিন্দ কেজরিওয়াল সরকার দিল্লির সরকারি ও বেসরকারি স্কুল গুলি খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন। স্কুলগুলিতে আপাতত দ্বাদশ ও দশম শ্রেণীর ক্লাস চলবে। প্র্যাক্টিকাল প্রোজেক্ট এবং কাউন্সিলিংয়ের জন্য স্কুল গুলি খোলার অনুমতি দিলো কেজরিওয়াল সরকার।