করোনা ভাইরাস, লকডাউন, নবান্ন
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা মোকাবিলায় সারা দেশ তৎপর। বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে সুনামির মত সারা দেশ জুড়ে আছড়ে পড়েছে। এমত অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন এসেছিল যে ফের কি লকডাউন হতে চলেছে দেশ জুড়ে ? এবার পশ্চিমবঙ্গে নবান্নের তরফে জারি হয়েছে কিছু নির্দেশিকা।

এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতি বিচার করে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ রাখা হয়েছে সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার, স্পা, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স এবং রেস্তোরাঁ। এর সাথে বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় জমায়েত।

এর সাথেই নিষেধাজ্ঞা জারি হয়েছে সমস্ত বিয়ে এবং সামাজিক অনুষ্ঠানের ওপর। এছাড়াও বাজার সকাল ৭ টা থেকে সকাল ১০ টা এবং বিকেল ৩ টে থেকে বিকেল ৫ টা অবধি খোলা থাকার নির্দেশ জারি হয়েছে। অর্থাৎ সমস্ত বাজার এবং হাট রোজ ৫ ঘণ্টা করে খোলা থাকবে। সরকারের পরবর্তী নির্দেশ আসা অবধি এই নিয়ম লাগু থাকবে।

হোম ডেলিভারির ওপর কোনো রকম নিষেধাজ্ঞা থাকছে না। আমি আগামী ২ রা মে বাংলায় বিধানসভা ভোটের নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ভোট গণনা পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই সমস্ত রাজনৈতিক দলগুলিকে চলতে হবে। যে দলই ভোটে জিতুক বা হারুক কোনরকম বিজয় মিছিল বা উৎসব করা চলবে না।

ভোট গ্রহণ পর্ব রাজ্যের শেষ হওয়ার পরপরই অনেকেই ধারণা করেছিলেন লকডাউনের ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গে। তবে রাজ্য সরকার সম্পূর্ণ লকডাউনের পথে না গিয়ে আংশিক লকডাউনের পথই বেছে নিল।