পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের শুরুতেই ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী। ডিসেম্বরের শেষ থেকেই শীতের কোপ টের পাওয়া যাচ্ছে। এই বছরের শুরুতেই তীব্র উত্তুরে হাওয়ার ধাক্কা এবং ঘন কুয়াশার আস্তরণে জুবুথুবু হওয়ার জোগাড় বাংলার মানুষের। দেখে নেওয়া যাক আজ বুধবার (৪ঠা জানুয়ারি ২০২৩) কেমন থাকবে রাজ্যের আবহাওয়া –
আজকের আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রাঃ ২১.৮ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৪.১ ডিগ্রি সেলসিয়াস
জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণঃ ৮৭ শতাংশ
জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণঃ ৭৪ শতাংশ
বৃষ্টিপাতঃ সম্ভাবনা একদমই নেই
হওয়ার গতিবেগঃ ০ কিমি/ ঘন্টা
সূর্যোদয়ঃ সকাল ৬টা ১৮মি
সূর্যাস্তঃ সন্ধ্যা ৫টা ০৬মি
উত্তরবঙ্গের আবহাওয়া
সারা বঙ্গের মানুষ যেন চাতক পাখির মত চেয়ে ছিল পৌষ মাসের হাড় কাঁপানো ঠান্ডার আশায়। অবশেষে আবহাওয়া দপ্তর মারফত জানা গিয়েছে যে, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বঙ্গে ঢুকতে চলেছে জাঁকিয়ে শীত।
আগামী তিন থেকে চারদিনের মধ্যেই লাফ দিয়ে কমবে উত্তরবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গে বাতাসে আজ আদ্রতার পরিমাণ থাকতে পারে ৮৭ শতাংশের কাছাকাছি।
উত্তরবঙ্গের উত্তর-দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আগামী দু-দিন টানা ঘন কুয়াশায় আবৃত থাকবে। ইতিমধ্যে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী কয়েকদিনে দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
সারাদিন হাওয়া চলার পাশাপাশি হ্রাস পাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ অর্থাৎ বুধবার পুরুলিয়া, নদিয়া, দক্ষিণ দিনাজপুর প্রমুখ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা থাকলেও, হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করা যাবে না এখনো।
আবহাওয়া দপ্তরের মতে, আগামী চার-পাঁচ দিন দুই বঙ্গজুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন লেশমাত্র আপাতত পাওয়া যাচ্ছে না। আকাশ প্রায় পরিষ্কারই থাকবে বলে জানা যাচ্ছে। তবে উত্তুরে হাওয়া বইবে এবং বৃহস্পতিবার এর পর থেকে তাপমাত্রা নামার সাথে সাথে জোরালো হবে উত্তুরে হওয়ার গতিবেগ।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল তাপমাত্রার খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। আজ বুধবার যেরকম শুষ্ক আবহাওয়া এবং কুয়াশা রয়েছে, আগামীকাল বৃহস্পতিবারও ঠিক তেমনটাই থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে আগামী কিছুদিন পর আশা করা যাচ্ছে, তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।