পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ডিসেম্বরের শুরুতেই আবহাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘনিঃশ্বাস পড়ছিল সাধারণ মানুষের। একটাই জিজ্ঞাস্য যে – কবে দেখা মিলবে শীতের? তবে সকলকে খুশি করে পাল্টাচ্ছে আবহাওয়ার মেজাজ। শেষমেষ কলকাতায় মিলল শীতের হদিশ। জেলায় মোটামুটি অনুভব করা যাচ্ছে শীতভাব। তার কারণ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের ধারেকাছেই আছে। সম্প্রতি কয়েকটি দিন ধরেই শীতের আমেজ বোঝা যাচ্ছে জেলায় জেলায়।
আবহাওয়াবিদদের সমীক্ষা অনুযায়ী, গত ২৪ ও ২৬ তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫° সেলসিয়াস। তবে আজ অর্থাৎ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস-এ দাঁড়িয়েছে। প্রতিদিনের তুলনায় আজ তাপমাত্রা অনেকটাই কম এবং সকাল থেকে শীতের আমেজও বেশ শুরু হয়ে যায় গিয়েছে কলকাতাসহ অন্যান্য শহরতলীতে। তবে ১৫ই ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ছে না কলকাতায়।
আজ শীতকালীন মৌসমের সবচেয়ে শীতলতম দিন, কিন্তু হাড়হিম করা ঠান্ডা এখনো জাঁকিয়ে ধরতে পারিনি কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিকে। যেহেতু অন্যান্য দিনের তুলনায় আজকের তাপমাত্রা তুলনামূলক কম, সেই কারণেই সকাল থেকে ঠান্ডা ঠান্ডা ভাব।
আজ শনিবার সকাল থেকে শীতল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অনুমান করা হচ্ছে, বেলা বাড়লে শীতভাব অনেকটাই কেটে যাবে। সম্প্রতি কয়েকদিন ধরেই সকাল এবং সন্ধ্যেবেলাতেই কেবলমাত্র শীতকাল অনুভব করা যাচ্ছে। নতুবা বেলা বাড়লে শীতের ছিটে ফোঁটা আভাসও পাওয়া যায় না।
সুত্রের খবর, এক গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। যদিও এখনো অবধি এই নিম্নচাপ কতটা প্রবল ভাবে পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে তা জানা যায়নি। তবে এটুকু শোনা গিয়েছে যে, নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে তেমন কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয়। দক্ষিণ আন্দামানে রবিবার নাগাদ তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্ত। যা সোমবারের মধ্যে পূর্ণ আকার ধারণ করবে। এই বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামী দু-তিন দিনের মধ্যেই শক্তিশালী হয়ে তামিলনাড়ু, চেন্নাই, পন্ডিচেরি এই সমস্ত এলাকার দিকে গতি নেবে।
কাল ও পরশু তাপমাত্রা যথেষ্টই বেশি ছিল। কালকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে কলকাতাসহ অন্যান্য শহরগুলিতে বেশ গরমে সহ্য করতে হয়েছে।