পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্র সরকার সাধারণ মানুষের স্বার্থে বিশেষ কর্ম সূচী গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখ্য যোগ্য হল ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে সাধারণ মানুষের বিরল রোগের চিকিৎসায় ১৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করছে কেন্দ্র সরকার।
ভারত বর্ষে অনেক পরিবার আছে যারা দরিদ্র সীমার নীচে বাস করে এবং কোনও মতে জীবন যাপন করে। তাদেরকে এই পরিমাণ অর্থ এক কালীন দেওয়া হবে। এই সাহায্য সেই সমস্ত পরিবার পাবে রাষ্ট্রীয় আরোগ্য নীতি প্রকল্পের আয়ত্তায় যারা পড়ে। এই প্রকল্পের বিষয় গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে।
প্রথমত, এই প্রকল্পকে ভাগ করা হয়েছে তিনটে পর্যায়। পর্যায় গুলি যথাক্রমে, রাষ্ট্রীয় আরোগ্য বিধি, হেলথ মিনিস্টার ক্যান্সার পেসেনট ফান্ড, বিরল রোগের জন্য আর্থিক সাহায্য। এবারে আসা যাক বিস্তারিত আলোচনায়।
রাষ্ট্রীয় আরোগ্য নীতির আওত্তায় যেসব রোগের ক্ষেত্রে আর্থিক সাহায্য দেওয়া হবে সেগুলি হল, লিভার, কিডনি, এবং হার্ট সংক্রান্ত রোগ। এর ছাড়া যারা ক্যান্সারের রুগী তারা এককালীন চিকিৎসার খরচ হিসেবে অর্থ পাবে। শেষে যাদের বিরল রোগ আছে তাদেরকেও অর্থ সাহায্য করা হবে, এই স্কিমের আওত্তায়।
এই প্রকল্পে নিজের নাম নথি ভুক্ত করার জন্য কতোগুলি নিয়ম মেনে চলতে হবে। সেগুলি হল-
- প্রথমে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
- সেই ফর্মে দিতে হবে নিজের নাম, ঠিকানা, বয়স।
- এর পর দিতে হবে রুগী কোন হাসপাতালের চিকিৎসাতে আছেন, রোগের নাম।
- ফর্মে থাকতে হবে উক্ত হাসপাতালের সুপারইনটেনডেনট এর নাম, সই এবং তিনি রুগীর কি রোগের চিকিৎসা করছে সেটা উল্লেখ করতে হবে।
- তারপর ফর্ম এর সাথে যুক্ত করতে হবে আবেদনকারীর ইনকাম সার্টিফিকেট এবং রেশন কার্ডের জেরক্স কপি।
সম্পূর্ণ তথ্যের জন্য সরকারি হেল্প লাইন অর্থাৎ www.mohfw.gov.in
এরসাথে আরও জানানো হচ্ছে যে, যেসব পরিবারগুলি দরিদ্র সীমার নীচে আছে তাদেরকেই উক্ত সুবিধে দেওয়া হবে। সরকারি চাকুরে এবং PMJAY অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথি ভুক্ত করা আছে তারা এই রাষ্ট্রীয় আরোগ্য নীতি প্রকল্পের আয়ত্তায় পড়বে না বলে জানিয়েছে কেন্দ্র সরকার।