করোনা টেস্টকিট, কভিসেল্ফ, corona testkit, coviself
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- চারিদিকে করোনার প্রভাব দিন দিন বেড়েই চলছে। এই অবস্থায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জনগণের সুবিধার্থে নিয়ে এলো  করোনা টেস্ট কিট। এই করোনা টেস্ট কিটের মাধ্যমে যেকোনো ব্যক্তি বাড়ি বসেই নিজে করোনা টেস্ট করতে পারবেন। উপসর্গ থাকলেই এবার বাড়ি বসেই খুব সহজে নিজেই জেনে নিতে পারবেন আপনি করোনা পজিটিভ কিনা।

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের এই বিশেষ কিটের নাম কোভিসেল্ফটিএম (প্যাথোক্যাচ)। পুনেতে অবস্থিত মাইল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড দ্বারা নির্মিত এই কোভিড টেস্ট কিটটি। এই কিট সংক্রান্ত সমস্ত তথ্য একটি অ্যাপের মাধ্যমে মানুষ জানতে পারবেন। খুব সহজেই অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরে পাওয়া যাবে।

কিট প্রস্তুতকারক কোম্পানির থেকে জানা গিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ জানতে পারবেন তাদের করোনা পরীক্ষার ফল। যদি রিপোর্ট পজিটিভ আসে, তবে সেই রিপোর্ট পেতে সময় লাগবে ৭ মিনিট। অন্যদিকে, নেগেটিভ রিপোর্ট পেতে সময় লাগবে ১৫ মিনিট। খুব সহজেই সাধারণ মানুষ এই কিটটি ব্যবহার করতে পারবেন।

কোভিসেল্ফ কিট ব্যবহারের পদ্ধতিঃ

  1. প্রথমেই কোভিসেল্ফ কিটের প্যাকেটের গায়ে কিউআর কোডটি স্ক্যান করে এই সম্পর্কিত অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। নিজের সরকারি পরিচয় পত্র এবং ফোন নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
  2. প্যাকেটের ভেতরে লালারস সংগ্রহের স্ট্রিপটি বার করে নিয়ে নাক এবং মুখ থেকে লালারস সংগ্রহ করতে হবে।
  3. বাফার টিউব বলে একটি ছোট পাত্র প্যাকেটের মধ্যে উপস্থিত থাকবে। সেটি খুলতে হবে এবং লক্ষ্য রাখতে হবে প্যাকেটটির ভেতরে থাকা তরল পদার্থ যেন পড়ে না যায়। এরমধ্যে লালারস সংগ্রহকারী স্ট্রিপটি ঢুকিয়ে দিতে হবে।
  4. লালারস সংগ্রহ করা স্ট্রিপটি ভিতরে ১০ বার ঘুরিয়ে চাপ দিয়ে ভেঙ্গে দিলে লক্ষ্য করা যাবে, স্ট্রিপের মাথায় যে তুলো রয়েছে সেটি ওই বাফার টিউবের ভেতরে রয়ে গেছে। বাকি লম্বা কাঠি অংশটি বার করে নিতে হবে।
  5. এরপর বাফার টিউবের ঢাকনা বন্ধ করে, সেটিকে উল্টে ঢাকনার দিক থেকে দু-ফোটা তরল পদার্থ পরীক্ষা করার যন্ত্রে ফেলতে হবে।
  6. এবার আপনার ফোন থেকে কোভিসেল্ফ অ্যাপের মাধ্যমে পরীক্ষা করা যন্ত্রটির ছবি তুলে নিতে হবে। কিছুক্ষণ পর আপনার পরীক্ষার ফল অ্যাপটির মাধ্যমে জানতে পারবেন।

পরীক্ষার ফল চিহ্নিতকরণ প্রক্রিয়াঃ

পজিটিভ রিপোর্ট-এর ক্ষেত্রে পরীক্ষাযন্ত্রে দুটি দাগ থাকবে, ‘সি’ বা ‘কন্ট্রোল লাইন’ এবং ‘টি’ বা ‘টেস্ট লাইন’। দুটি একসঙ্গে স্পষ্টভাবে থাকবে অথবা ‘সি’ স্পষ্ট এবং ‘টি’ আবছা থাকলে তার অর্থ শরীরে করোনা ভাইরাসের আধিক্য রয়েছে।

নেগেটিভ রিপোর্ট-এর ক্ষেত্রে শুধুমাত্র ‘সি’ বা ‘কন্ট্রোল লাইন’ দেখা যাবে। ‘টি’ বা ‘টেস্ট লাইন’ সেখানে থাকবে না।

‘টি’ বা ‘টেস্ট লাইন’ আবছা অথবা স্পষ্ট দেখা গেলে এবং ‘সি’ বা ‘কন্ট্রোল লাইন’ অনুপস্থিত থাকলে সেই পরীক্ষাটি ব্যর্থ।

ঘরে বসে করোনাভাইরাসের এই টেস্টটি করানোর জন্য কোন প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না।