করোনা ভাইরাস,
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ একেবারে সুনামির মত আছড়ে পড়েছে সারা দেশে। এমত অবস্থায় বর্তমানে বয়স্কদের থেকেও বেশী আক্রান্ত হচ্ছে তরুণরা। চিকিৎসক এবং বিশেষজ্ঞরা এর কারণ নিয়ে গবেষণা করে জানিয়েছেন যে, কিছু বিশেষ কারণের জন্য এবারে তরুণ প্রজন্ম বেশী করে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে।

এই প্রসঙ্গে গত মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে একটি বিবৃতিতে ICRM এর প্রধান ডাক্তার বলরাম ভারগভ বলেন যে, “করোনার দ্বিতীয় ধাক্কায় তরুণ প্রজন্মের বেশী আক্রান্ত হবার পেছনে সম্ভাব্য দুটি কারণ রয়েছে। যেগুলি হল, করোনার নয়া ভ্যারিয়েনট দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় তা তরুণদের শরীরের ওপর প্রভাব ফেলছে। তরুণ প্রজন্ম সবথেকে বাড়ির বাইরে বেশি বেরিয়েছিল, যার ফলে অনেক কম সময়ের মধ্যেই বেশীরভাগ যুবক যুবতী এই রোগে আক্রান্ত হচ্ছে।”

তিনি করোনার তৃতীয় ঢেউ এবং তার ক্ষতিকর প্রভাব শিশুদের ওপর পড়বে কিনা প্রশ্নের উত্তরে জানান যে,” আমরা এটি নিয়ে আগস্ট মাস অবধি পরিস্থিতি বিশ্লেষণ করেছি। তাতে ৪৫ বছরের বেশী বয়সী লোকেদের মৃত্যুর ঝুঁকির সম্ভাবনা বেশী। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মৃত্যুর হার প্রায় ৯.৭ শতাংশ।”

এই বিষয় সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা বিজয় রাঘবন বলেন যে,”পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করলে দেশকে আমরা করোনার তৃতীয় ঢেউ থেকে রুখতে পারি।” যদিও কবে নাগাদ করোনার তৃতীয় ঢেউ বিশ্বে আছড়ে পড়বে তা নিয়ে যথেষ্ট দন্ধ আছে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মধ্যে।

ভারতে করোনা পরিস্থিতিতে রুখে দাঁড়াতে গেলে একমাত্র পথ ভ্যাকসিনেশন। কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি চেষ্টা চালাচ্ছে যাতে দেশের বেশিরভাগ মানুষের কাছে ভ্যাকসিন দ্রুতগতিতে পৌঁছে দেওয়া যায়।