পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আগামীকাল অর্থাৎ রবিবার থেকে আগামী ১৫ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা হয়ে গেল রাজ্য জুড়ে। শনিবার নবান্নে জরুরী বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ শে মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করে দেন রাজ্যের মুখ্য স্বাস্থ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এই হঠাৎ ডাকা লক ডাউনে থাকবে কিছু ছাড় এবং সাথে থাকবে অনেক বিধি নিষেধ। যে সমস্ত বিধি নিষেধ এই লক ডাউনে আরোপিত হয়েছে সেগুলি হল- বন্ধ থাকবে সমস্ত স্কুল, কলেজ, পলিটেকনিক, আইআইটি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ থাকবে সমস্ত সরকারি এবং বেসরকারি অফিস। কেবলমাত্র জরুরী পরিষেবার দফতর খোলা থাকবে অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ দফতর, সংবাদ মাধ্যম, পুরসভা, দমকল, পশু স্বাস্থ্য, আদালত, সমাজ কল্যাণ, টেলিকম দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর, সৎকারের কাজ।
এছাড়াও বন্ধ থাকবে শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, জিম, সুমিং পুল, সিনেমা হল। বন্ধ থাকবে পার্ক, চিড়িয়াখানা, অভয়ারণ্য। বন্ধ থাকবে লোকাল ট্রেন, বাস, মেট্রো রেল, লঞ্চ, ফেরি সার্ভিস। শুধুমাত্র ইমারজেন্সি পরিষেবার কর্মীদের জন্য কিছু পরিষেবা খোলা থাকবে।
বন্ধ থাকবে বেসরকারি গাড়ি, ট্যাক্সি, অটো রিক্সা। কিন্তু হাসপাতাল, সংবাদ মাধ্যমের অফিস, বিমান বন্দরে যাবার জন্য গাড়ি চলতে পারবে। বন্ধ থাকবে অন্তঃরাজ্য ট্রাক এবং পণ্য চলাচল। কিন্তু খোলা থাকবে মেডিক্যাল, জ্বালানী, অক্সিজেন সাপ্লাই এর গাড়ি। চলবে দুধ, ডিম, মাংস সরবরাহের ট্রাক।
বন্ধ থাকবে সমস্ত রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জমায়েত। চা বাগান খোলা থাকবে, তবে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। জুট মিলে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। ই কমার্স এবং হোম ডেলিভারি খোলা থাকবে। ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। খুচরো এবং পাইকারি দোকান বাজার খোলা থাকবে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।
পেট্রোল পাম্প এবং এলপিজি সার্ভিস খোলা থাকবে। বিয়ের অনুষ্ঠানে ৫০ জন এবং সৎকারে ২০ জনের বেশী থাকা যাবেনা। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত হবে নাইট কার্ফু। শুধুমাত্র চালু থাকবে জরুরী পরিষেবা।