পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এই মুহূর্তে মহারাষ্ট্রের ভাগ্যদয়া ফ্রেন্ডস আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করে দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই লাইসেন্স বাতিলের কারণ হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্দেশিত কিছু নিয়মাবলী পালন না করাতে বাধ্য হয়ে বাতিল করতে হয় লাইসেন্স।
বর্তমানে সারা দেশে অনেক ব্যাঙ্ককেই একসাথে করার ব্যবস্থা চলছে এবং অনেক ব্যাঙ্ককে বেসরকারি করণ করার কথাও হচ্ছে। তবে সারা দেশে প্রচুর ব্যাঙ্ক টাকায় অনেক ব্যাঙ্ক এর ইনকামের উপর ভিত্তি করে সেই সব ব্যাঙ্কের লাইসেন্স রাখা বা বাতিলের সিদ্ধান্ত নেয় আরবিআই ( RBI)।
এক্ষেত্রে মহারাষ্ট্রের ভাগ্যদয়া ফ্রেন্ডস আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের কাছ থেকে অনেক দিন ধরেই পুঁজি এবং আয়ের অভাব দেখা দিচ্ছিল। ব্যাঙ্ক চালু থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারেন গ্রাহকরা। এছাড়াও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে বা আরবিআই তাদের লাইসেন্স বাতিল করলে আমানত কারীরা তাদের সঞ্চিত আমানতের ইনসিউরেন্সের টাকা ফেরত পেতে পারবেন।
ইন্সিওরেন্সের ক্ষেত্রে এই স্কিমটা চালায় ডিপোজিট ইন্সিউরেন্স অ্যানড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। দেশের সমস্ত সরকারি, বেসরকারি এবং কো-অপারেটিভ ব্যাঙ্ক এই বীমার আওতায় রয়েছে।
আসুন এই বীমা সম্পর্কে জেনে নেওয়া যাক – এই বীমায় যদি কোন ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে আপনি ব্যাংকে যত টাকায় রাখুন সর্বাধিক পাঁচ লক্ষ টাকা ফেরত পেতে পারেন।
এই ব্যাংক ছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকের উপরে বিভিন্ন নিয়ম না মানায় নোটিশ জারি করা হয়েছে আর বি আই এর তরফ থেকে।