পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচন এবং তার ফলাফলের পর একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বিধানসভা নির্বাচন ছিল একেবারে চমকপ্রদ। সুতরাং এবারে দল গঠনেও যে, বড় চমক থাকবে তা বলাই বাহুল্য। আজ সকাল ১১ টায় রাজ ভবনে মন্ত্রী সভার ৪৩ জন মন্ত্রীর শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে।
গত ২ রা মে রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যে তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছে তৃণমূল কংগ্রেস। এরপর ৫ ই মে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল ১১ টায় রাজ্যের অন্যনান্য ৪৩ টি পদের জন্য শপথ গ্রহণ করবেন নতুন ৪৩ জন মুখ।
এই ৪৩ জন পদের মধ্যে রয়েছে ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। এছাড়াও নতুণ মন্ত্রী সভায় থাকছেন ৮ জন মহিলা। এছাড়াও ৭ জন সংখ্যা লঘু সম্প্রদায়ের বিধায়করাও মন্ত্রী পদ পাচ্ছেন। আজ সকাল ১১ টায় রাজভবনে হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান।
এছাড়াও প্রাক্তন হেভিওয়েট নেতারা অর্থাৎ, অমিত মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, শোভনদেব চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অরূপ বিশ্বাস, অরূপ রায়, ব্রাত্য বসু, শশী পাঁজা, জাভেদ খান, ব্রাত্য বসু, এই সমস্ত নেতারা শপথ নেবেন।
এছাড়াও নতুন মুখ হিসেবে শপথ নেবেন বঙ্কিমচন্দ্র হাজরা, রথিন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র। এছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছে সুজিত বসু, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, সুব্রত সাহা, চন্দ্রিমা ভট্টাচারজ, হুমায়ুন কবির, অখিল গিরি, রত্না দে নাগ, সন্ধ্যারানি টুডু, বুলুচিক বরাইক।
প্রতিমন্ত্রী তালিকায় আছেন, দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মানডি, পরেশচন্দ্র অধিকারী, মনোজ তিওয়ারি।