babul supriyo, BJP, babul, FIR, বাবুল সুপ্রিয়, বাবুলের বিরুদ্ধে এফআইআর
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়-এর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল হাড়োয়া থানার পুলিশ। বিজেপি সংসদ তথা গায়ক বাবুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভোট প্রচারে গিয়ে কোভিড বিধি লংঘন করেছেন। আগামী তিন দিনের মধ্যে বাবুল সুপ্রিয়কে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার হাড়োয়া থানায় হাজিরা দিতে হবে।

দলীয় প্রার্থী রাজেন্দ্র সাহার হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ায়। গত ১৪ ই এপ্রিল তিনি ভোট প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন, তবে তিনি সেখানে পুলিশের অনুমতি ছাড়াই রোড শো করেন। স্বাস্থ্য বিধি ভঙ্গ করেছিলেন বলে এফআইআর দায়ের করা হয় বাবুল সুপ্রিয়র নামে।

গতকাল রবিবার আসানসোলের বিজেপি সংসদ বাবুল এর কাছে এফআইআর-এর কপি পাঠানো হয় হাড়োয়া থানার তরফ থেকে। সেই কপিতে আগামী তিন দিনের মধ্যে হাড়োয়া থানায় বাবুল সুপ্রিয়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই চিঠিতে আরও লেখা হয়েছে, সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পর পুলিশ কর্তৃপক্ষের মনে হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাকে সশরীরে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে হাড়োয়া থানার পুলিশ।

আরও পড়ুন: মমতার করোনা টীকায় কর ছাড়ের আবেদন নিয়ে জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

এফআইআর-এর (FIR) কপি পাওয়ার পরেই সেই কপিটি তিনি ফেসবুকে এবং টুইটারে পোস্ট করে কটাক্ষ করেন এবং তিনি সেখানে লিখেছেন, “আমার বিরুদ্ধে মমতা দিদির পুলিশ এফআইআর দায়ের করেছে। নিজ দলীয় প্রার্থীর হয়ে হাড়োয়ায় প্রচার করতে গিয়েছিলাম।”

এরপর তিনি লিখেছেন, “মন্তব্য নিষ্প্রয়োজন… কোন মন্তব্য নেই। আমার আইনজীবীরা প্রয়োজনীয় আইন ও অনুগত ভাবে কাজ করবে।” একুশের বিধানসভা নির্বাচন চলাকালীন বাবুল সুপ্রিয় দ্বিতীয় বার করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে ওঠার পর এন্টালিতে সভা করতে যান। করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে রাজনৈতিক সভায় কোভিড বিধি কতটা পালন করা হয়েছে, তা নিয়ে বিতর্ক তুঙ্গে।

আরও পড়ুন: টিকা নীতি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে না কেন্দ্র সরকার, আদালতে জানিয়ে দেওয়া হল সাফ

এন্টালির সভাতে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র মুখে মাস্ক থাকলেও অনেকের মুখেই মাস্ক এর খোঁজ পাওয়া যায়নি। বাবুলের সভাতে কোন প্রকার করোনা বিধি লক্ষ্য করা যায়নি, এমনকি সামাজিক দূরত্ব মানার কোনো বালাই ছিল না। তবে শুধু বাবুল নয়। কোভিড পরিস্থিতি বেড়ে যাওয়ার কারণে নির্বাচনী প্রচারে, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারির পরেও অনেক নেতাই রোড শো করে গিয়েছেন করোনা বিধি লঙ্ঘন করে। তবে এবার চোখ রাখার মতো বিষয় হচ্ছে, আগামী তিন দিনের মধ্যে হাড়োয়া থানায় সশরীরে কি হাজিরা দেবেন বাবুল সুপ্রিয় ?