tathagata roy's FIR against sayani ghosh, সায়নি ঘোষ, তাথাগত রায়
ছবি - সংগৃহীত

ওয়েব ডেস্কঃ- বিজেপি নেতা তথাগত রায় পুরনো একটি পোষ্টের দ্বারা ধর্মীয় আঘাত করার অভিযোগে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর করেন প্রচলিত টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ-এর বিরুদ্ধে। অভিযোগ পত্র নিয়ে তথাগত রায় টুইট করে জানান, ‘আপনার বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। গুয়াহাটির এক ব্যক্তি আমায় জানিয়েছেন, আপনার পোস্ট করা মিম তার ধর্মীয় আবেগকে দৃঢ়ভাবে আঘাত করেছে এবং তিনিও অভিযোগ দায় করেছেন। আমার আশা অসম পুলিশ বিষয়টি নিয়ে সঠিক বিবেচনা করবে।’

জি 24 ঘন্টার ‘আপনার রায়’ অনুষ্ঠানে টলি অভিনেত্রী সায়নী ঘোষ-এর বক্তব্য ঘিরেই এই ঘটনার সূত্রপাত হয়। পশ্চিমবঙ্গের ইদানিং রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা করতে গিয়ে সায়নী বলেছিলেন, জয় শ্রীরাম কথাটিকে রণধ্বনি স্লোগানে পরিণত করা ঠিক নয়, ঈশ্বরের নাম অন্তর থেকে ভালোবাসার সাথে বলা উচিত। ঠিক এরপরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন ফেলে অভিনেত্রী সায়নী ঘোষ এবং বিজেপি নেতা তথাগত রায়-এর বাকযুদ্ধ।

এরপর সোশ্যাল মিডিয়ায় সায়নীর পোস্ট করা একটি ছবিকে ঘিরে আইনের দ্বারস্থ হন তথাগত রায়। সায়নীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ইচ্ছাকৃত এবং বিদ্বেষের কারণে ধর্মের আবেগকে আঘাত হানেন তিনি। সায়নী এর উত্তরে বলেন, 2015 সালে পোস্ট করা ছবিটির বিষয়ে তার কাছে অজানা। তার অগোচরে টুইটি করা হয়েছিল সেটি এবং জানতে পারার পড়ই তিনি ডিলিট করে দিয়েছিলেন। তিনি আরও বলেন, নিজের ধর্মকে আঘাত হানার ইচ্ছে কোন দিনই ছিল না তার।