পশ্চিমবঙ্গ ডেস্কঃ নন্দীগ্রামের বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার দায়ের হল এফআইআর। অভিযোগ উঠেছে তিনি ইয়াস পরবর্তী পরিস্থিতিতে ত্রাণ চুরির সঙ্গে যুক্ত।
একুশের বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে পদ্মফুলে নাম লিখিয়েছিলেন বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরে যোগদান করার পর তৃণমূলের বিরুদ্ধে নানান ভাবে আক্রমণ শানিয়ে বক্তব্য রেখেছেন তিনি। এছাড়াও তৃণমূলের দুর্নীতি এবং কাটমানি ইস্যুতে মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী।
তবে এবার তার বিরুদ্ধেই ত্রাণ চুরির অভিযোগ উঠল। কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর এক সদস্য রত্নদ্বীপ মান্না, ত্রাণ চুরির অভিযোগে এফআইআর দায়ের করেছেন তার বিরুদ্ধে। অভিযোগ জানানো হয়েছে, শুভেন্দু অধিকারী ও তার ভাই সৌমেন্দু অধিকারীর দুজনেই সরাসরি ত্রাণ চুরির কাজে জড়িত।
গত ১’লা জুন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তার ভাইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগে জানানো হয়েছে, শুভেন্দু অধিকারী এবং কাথি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান সৌমেন্দু অধিকারীর নির্দেশে পৌরসভার গোডাউন থেকে ত্রাণ-এর জিনিসপত্র সরানো হয়েছে।
আরও জানানো হয়েছে, ইয়াস পরবর্তী পরিস্থিতির জন্য রাজ্য সরকারের তরফ থেকে যে ত্রিপল দেওয়া হয়েছিল, তার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা। সেই ত্রিপল পৌরসভার গোডাউন থেকে সরিয়ে ফেলা হয়েছে বলেই অভিযোগ উঠেছে দুই ভাইয়ের নামে। এখনো পর্যন্ত ত্রাণ চুরির অভিযোগে অধিকারী পরিবারের ২ ভাইয়ের নামে অভিযোগ দায়ের করা হয়েছে কাঁথি থানায়।
Ratnadip Manna, a member of Kanthi Municipal Administrative Board, made a complaint at Kanthi Police Station on 1st June against BJP's Suvendu Adhikari & his brother & former Municipal Chief Soumendu Adhikari of Kanthi Municipality pic.twitter.com/987eC1SaDH
— ANI (@ANI) June 5, 2021
সূত্রের খবর অনুযায়ী, কাঁথি পৌরসভা পুরনো বিল্ডিং ডরমিটরি মাঠ সংলগ্ন এলাকায় পৌরসভার গোডাউন রয়েছে। সেখান থেকেই রাজ্য সরকারের দেওয়া ত্রিপল সরানো হয়েছে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, সেখানে এক কর্মী কাজ করতেন। ওই কর্মী সেখানে কাজ করতে যাচ্ছিলেন। হঠাৎই তিনি দেখতে পান গুদাম ঘরের সামনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। তিনি বুঝতে পারেন কোন কিছু গন্ডগোল চলছে। এরপর তিনি দেখেন রাজ্য সরকারের দেওয়া ত্রিপল বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তৎক্ষণাৎ দিনে কাথি পৌরসভার প্রশাসক সিদ্ধার্থ মাইতি কে ফোন করে খবর দেন।
এই ঘটনার পরেই শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়। জানিয়ে রাখি সৌমেন্দু অধিকারীর কাঁথি পৌরসভার পৌর প্রধান ছিলেন। বর্তমানে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।