fire in new town, fire news in kolkata, fire, fire news, নিউটাউনে অগ্নিকাণ্ড, কলকাতায় অগ্নিকাণ্ডের খবর, অগ্নিকাণ্ডের খবর, অগ্নিকাণ্ড
ফের অগ্নিকাণ্ড! আজ ভোরে ভষ্মীভূত নিউটাউনের মৃধা মার্কেটের একাধিক দোকান

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের অগ্নিকাণ্ড শহরতলীতে। আজ ভোরে শর্ট সার্কিট এবং সিলিন্ডার বিস্ফোরনের ফলে আগুন লাগে নিউটাউনের জ্যোতিনগর মৃধা মার্কেটে। এর ফলে ভষ্মীভূত হয়েছে একাধিক দোকান।

শনিবার ভোরবেলা সিলিন্ডার বিস্ফোরণে ভষ্মীভূত হয়ে যায় নিউটাউনের জ্যোতিনগরের মৃধা মার্কেট। পুড়ে ছারখার হয়ে যায় বারোটি দোকান। তবে শীঘ্রই সেখানে পৌঁছায় দমকল কর্মীরা। যেহেতু ঘটনাটি ঘটেছে ভোরবেলায়, তাই সেই সব দোকানে কোনো মানুষ ছিল না বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এক দমকল কর্মী জানান, তারা এই ঘটনার সূত্রপাত সম্পর্কে কিছুই জানেনা। তাদেরকে ভোর ৪টের সময় খবর দেওয়া হয় এবং তৎপর তারা আগুন নিয়ন্ত্রণ করতে সেখানে ছুটে যান। তবে সেখানে ১২টি দোকান পুড়ে গিয়েছে বলে জানান সেই দমকল কর্মী। তবে অন্যান্য দোকানগুলি যাতে ক্ষতি না হয় তার জন্য তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই ভয়ংকর দুর্ঘটনায় থমথমে হয়ে গিয়েছে সেখানকার এলাকা।

সূত্রে খবর, শনিবার কাকভোরে মার্কেটে খালের ধারে লেগে যায় আগুন। আর তারপরেই সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে চারপাশে। সেখানে বিভিন্ন দোকানের ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে খুব দ্রুত। খাবারের দোকানগুলিতে ছিল সিলিন্ডার। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় বার্স্ট করতে থাকে একের পর এক সিলিন্ডার। আর তারপরেই জেগে ওঠে এলাকার মানুষজন। আগুন দেখে গা শিউরে ওঠে এলাকাবাসীর।

এই দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। জল দিয়ে নেভানো হয় আগুন। তারপর সাড়ে ছ’টা নাগাদ নিয়ন্ত্রণে আসে সেখানকার পরিস্থিতি। তবে জানা গিয়েছে , শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল নিউটাউনের জ্যোতিনগরের মৃধা মার্কেটে। বর্তমানে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই মার্কেটে। আগুন নিয়ন্ত্রণ করা গেলেও ভস্মীভূত হয়েছে ১২ টি দোকান।