পশ্চিমবঙ্গ ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড়ে আইএসএফ (ISF) কর্মীর বাড়িতে মিলল বোমা-বারুদ, আগ্নেয়াস্ত্র ও গুলি। এই ঘটনাটিকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙ্গড়ে।
আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা, আগ্নেয়াস্ত্র ও গুলি। পুলিশ সূত্রে খবর, ভাঙ্গড়ের সিতুড়িতে আইএসএফ কর্মীর বাড়িতে বেআইনি অস্ত্রের খবর আসে গোপন সূত্রে। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। বারুইপুর ডিএসপি ক্রাইম ব্রাঞ্চের তৎপরতায় উদ্ধার হয়েছে একটি আগ্নেয় অস্ত্র, গুলি এবং প্রচুর পরিমাণে বোমা। তাছাড়াও বোমা তৈরির মসলা উদ্ধার করেছে পুলিশ।
আইএসএফ দল কর্মী জিয়ারুল মোল্লার নামে বেআইনি অস্ত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইএসএফ দল কর্মী জিয়ারুল মোল্লা তদন্তের আগেই বাড়ি থেকে পলাতক। কিন্তু জিয়ারুল মোল্লার বাবা জলিল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
আইএসএফ দল কর্মীর পরিবার সূত্রে খবর, জিয়ারুল মোল্লা আইএসএফ দল করায় বহুবার তৃণমূল নেতারা তাকে হুমকি দিয়েছে। আইএসএফ দল না ছাড়ায় তাক প্রানে মেরে ফেলারও হুমকি দেয় তৃণমূল নেতারা। তবে এবার জাহিরুলকে ফাঁসানোর জন্য এমন ফাঁদ পেতেছে তৃণমূল নেতারা। এমনটায় অভিযোগ তাদের।
জলিল মোল্লা জানিয়েছেন, আমার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। আমার ছেলে আইএসএফ দল করায় অনেকবার প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে তৃণমূল নেতারা। তৃণমূল নেতাদের কোনো কথায় কান দেয়নি জিয়ারুল। সেই কারণেই তাঁকে এমনভাবে ফাঁসানো হয়েছে।
কিন্তু তাদের কোন কথাই শুনতে চাইনি পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে জলিল মোল্লাকে। তাছাড়া ওই এলাকার আশেপাশের বাড়ি গুলিতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।