firhad hakim, হুক্কা বার, hokkah bar
আর নয় ধোঁয়ার খেলা, স্বাস্থ্য-সচেতনতা বৃদ্ধির জন্য হুক্কা বার বন্ধের নির্দেশ ফিরহাদ হাকিমের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ হুক্কা প্রেমীদের জন্য দুঃসংবাদ। এবার থেকে আর মহানগরে দেখা যাবে না কোন হুক্কা বার। এমনটাই নির্দেশ দিল কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার মেয়র তথা তৃণমূল-কংগ্রেসের সাংসদ ফিরহাদ হাকিম জানালেন এই বিষয়টিকে কেন্দ্র করে আগামী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে। তিনি এদিন বলেন, পুলিশের সাহায্য নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার একটি সাংবাদিক অনুষ্ঠানে এই ব্যাপারে বক্তব্য পেশ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, হুক্কায় যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হুক্কা বারের জন্য নতুন লাইসেন্স দেওয়া হবে না। যাদের লাইসেন্স আছে তাদেরটা ক্যন্সেল করা হবে। একই সঙ্গে তিনি এও বললেন যে, পুলিশ এ বিষয়টি দেখবে। যাঁরা হুক্কা বার চালাচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, আপনারা এটি বন্ধ রাখুন।

তিনি আরও বলেন, প্রচুর অভিযোগ আসছে। অন্যান্য শহরে বন্ধ আছে। আমরাও বন্ধ করে দেব। মানুষের ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি হচ্ছে। এখন তিনি হুক্কা বারগুলি বন্ধ করার উদ্দেশ্যে অনুরোধ জানিয়েছেন। পরবর্তীতে কিভাবে নির্দেশ হবে সেটা এখনি বলা যাচ্ছে না।

এদিন হুক্কা বার গুলি বন্ধ করার নির্দেশ দিয়ে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, প্রথমের দিকে এটি একটি ইলেক্ট্রিক সিগারেটের মতো ছিল। সব রেস্টুরেন্ট এখন দেখতে পাওয়া যাচ্ছে। এই বিষয়কে কেন্দ্র করে ফিরহাদ হাকিম বলেন, এখনও প্রমানিত নয়, তবে অনেকসময় বিভিন্ন হুক্কা বারগুলিতে আড়াল থেকে মাদক এর ব্যবহার করা হয়।