hyderabad, india's first gold ATM, gold ATM, first gold ATM, gold ATM in hyderabad, হায়দ্রাবাদ, ভারতের প্রথম সোনার এটিএম, সোনার এটিএম, প্রথম সোনার এটিএম, হায়দ্রাবাদে সোনার এটিএম
First Gold ATM in Hyderabad : হায়দ্রাবাদে চালু হল দেশের প্রথম গোল্ড এটিএম

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ এটিএম বলতে আমরা বুঝি এমন একটি মেশিন, যেখানে কার্ড দিয়ে যথাযথ পিন নাম্বার প্রেস করে নিজেদের ইচ্ছামত নগদ পয়সা তুলতে পারেন গ্রাহকরা। এক্ষেত্রে ব্যাংকে গিয়ে লাইন দিয়ে টাকা তোলার দরকার পড়ে না। তাতে যেমন সময় বাঁচে, তেমনি ঝক্কিও কমে। কিন্তু এ তো গেল টাকার এটিএমের কথা। দেশে প্রথমবার চালু হলো গোল্ড এটিএম। ভারতবর্ষ এর আগে মিল্ক এটিএম দেখেছে, সফ্ট ড্রিংসের এটিএম দেখেছে। কিন্তু গোল্ড এটিএম এটিই প্রথম।

এই গোল্ড এটিএমটি উদ্বোধন করা হয়েছে হায়দ্রাবাদের বেগমপেটে। এই এটিএম এ গিয়ে মানুষ তার পকেটে থাকা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে মেশিন থেকে পছন্দসই সোনা কিনতে পারবেন। এটিএমটি রয়েছে গোল্ড সিক্কা কোম্পানির অফিস  রঘুপতি চেম্বারসে। এটিএম কেন্দ্রটি উদ্বোধন করেন তেলেঙ্গানা মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনিতা লক্ষ্মরেড্ডি। এটিএম উদ্বোধনের পর তিনি সংবাদ মাধ্যমে বলেন, একটি উন্নত প্রযুক্তির ব্যবহার করে এই সোনার এটিএমটি তৈরি করা হয়েছে।

যেই সংস্থা এটিএমটি বসিয়েছে সেই গোল্ড সিক্কা কোম্পানির CEO সৈয়দ তরুজ জানান এই এটিএম থেকে ৯৯.৯৯ শতাংশ ভেজাল বিহীন একেবারে শুদ্ধ সোনা কিনতে পারবেন গ্রাহকরা। এটিএম থেকে গ্রাহকরা ০.৫ গ্রাম, ১ গ্রাম, ২ গ্রাম, ৫ গ্রাম, ১০ গ্রাম, ২০ গ্রাম, ৫০ গ্রাম এবং ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণ মুদ্রা কিনতে পারবেন। গ্রাহক সোনা কেনার সাথে সাথে স্বর্ণমুদ্রার গুণমান এবং গ্যারান্টি সহ একটি সার্টিফিকেটও সংগ্রহ করতে পারবেন।

সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, বেগমপেটের পর শীঘ্রই গুলজারহাউস, সেকেন্দ্রাবাদ, আবিডস, পেদ্দাপল্লি, ওয়ারাঙ্গল এবং করিমনগরে একই রকম সোনার এটিএম খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই এটিএমে সম্পর্কে আরো একটি দারুণ তথ্য প্রকাশ পেয়েছে। এটিএমের স্ক্রিনে কিছুক্ষণ অন্তর অন্তর সোনার বর্তমান মূল্য দেখানো হবে বলে জানা গিয়েছে।