পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ রামনবমী ঘিরে উত্তপ্ত রাজ্যের দুই স্থান। সূত্রের খবর, অনুষ্ঠান চলাকালীন হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় প্রথমে হাওড়ার শিবপুর এলাকায় এবং পরবর্তীতে হুগলির রিষড়া নামক স্থানে। রিষড়ায় রামনবমী উপলক্ষে র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
গত রবিবার ঠিক সন্ধ্যেবেলা নাগাদ হুগলির রিষড়ায় অবস্থিত সন্ধ্যাবাজার নামক এলাকার অসন্তোষের ছবি চোখে পড়ে। এই অনুষ্ঠানে একটি র্যালির বন্দোবস্ত করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ।অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের থেকে জানা গিয়েছে, র্যালিটি যখন ওখানকার একটি মসজিদের সামনে থেকে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ঝামেলার সৃষ্টি হয়।
কিছু মানুষ রামনবমীর অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আক্রমণাত্মক হয়ে ওঠে। শুরু হয় একাধিক ইট পাটকেল দিয়ে আক্রমণ। জানা গিয়েছে, সেখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, বোমাবাজির আওয়াজ শোনা যাচ্ছিল। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে এবং যানবাহনে। ক্রমশ অবস্থার অবনতি ঘটতে শুরু করে। অনুষ্ঠানে উপস্থিত পুলিশগণ এই ঝামেলা ঠেকানোর চেষ্টা করলে তাদের উদ্দেশ্যেও চলে আক্রমণ।
এরপর পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, অবশেষে চন্দননগরের কমিশনারেট বিশাল আকারের পুলিশ বাহিনী নিয়ে আসার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী একাধিক সংখ্যক মানুষ এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আহত হয়েছেন। শীঘ্র তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। ইটের আঘাতে জখম হয়েছেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র। সাধারণ মানুষ ছাড়াও আহত হয়েছেন রিষড়া থানার ওসি পিয়ালী বিশ্বাস এবং একাধিক পুলিশ কর্মী।
কিছুদিন আগেই হাওড়ার শিবপুরেও একই চিত্র ফুটে উঠেছিল সকলের সামনে। সেখানেও গোষ্ঠীদ্বন্দ্বের কোন্দলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এলাকার বাসিন্দাদের মতে, কিছুক্ষনের মধ্যেই আক্রমণাত্মক পরিস্থিতি দাঙ্গার রুপ নেয়। অবস্থার সামাল দেওয়ার জন্য বিশাল আকারের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরে অবস্থা স্বাভাবিক হয়। কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে প্রচুর সংখ্যক মানুষ ইট পাটকেলের আঘাতে আহত হয়েছে বলে জানা গিয়েছে।
এই পুরো ব্যাপারটি নিয়ে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বক্তব্য, বেশিরভাগ লোকই বাইরে থেকে এসেছে এবং অশান্তির সৃষ্টি হয়েছে। পুলিশের সাথে ইতিমধ্যেই কথা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
রিষড়ায় রামনবমীর র্যালিতে উপস্থিত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, তিনি ওই মিছিলে উপস্থিত ছিলেন। হঠাৎ করে গোলমাল শুরু হয়। গাড়ির সামনে একাধিক ইট পাটকেল দিয়ে আক্রমণ করা হয়েছে। শোনা যায় বোমের আওয়াজ। কিন্তু ঠিক কোথা থেকে বোম মারা হচ্ছিল সেটা বোঝা যাচ্ছিল না। তবে পুলিশ বাহিনীর উপর আস্থা রয়েছে।