tmc, bjp, তৃণমূল, বিজেপি, suvendu adhikari
বিধানসভায় সাসপেন্ড হল শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ক, নাক ফাটল তৃণমূল বিধায়কের

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বিধানসভায় রীতিমতো মারপিটে জড়িয়ে পড়লেন তৃণমূল ও বিজেপি বিধায়করা। তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে এবং বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। এদিন রামপুরহাট হত্যাকান্ডকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের বিধানসভা।

আজ সোমবার বিধানসভায় বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতিকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির বিধায়করা। এরপরই তৃণমূলের বিধায়কদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। ধস্তাধস্তি এবং হাতাহাতিও হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার।

জানা গিয়েছে, দুই দলের মধ্যে চলে চড়, কিল, ঘুষি। যার ফলে নাক ফেটে রক্তাক্ত হয়েছে তৃণমূলের বিধায়ক। তৃণমূলের অভিযোগ, ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির বিধায়করা। যার কারণে বিজেপি বিধায়কের সঙ্গে হাতাহাতির সৃষ্টি হয়। তৃণমূল ও বিজেপির এই সংঘর্ষে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে রক্তাক্ত অবস্থা। এ ঘটনায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

এছাড়াও জানা গিয়েছে, সংঘর্ষের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, মনোজ টিগ্গা এবং নরহরি মাহাতোকে সাসপেন্ড করার আবেদন জানায় ঘাসফুল শিবির। শাসক দলের তরফ থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, উদয়ন গুহ এবং কলকাতার পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। শাসকদলের এই আবেদনের পরই বিধানসভার স্পিকার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সহ বিজেপির আরও পাঁচ বিধায়ককে সাসপেন্ড করে।

উল্লেখ্য, রামপুরহাটের গণ হত্যাকান্ডকে কেন্দ্র করে আজ সোমবার বিজেপি বিধায়করা বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিবৃতি তুলে ধরেন এবং একাধিক প্রশ্ন করতে থাকেন। যার ফলে পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যেই বিজেপি ও তৃণমূল বিধায়কের মধ্যে হাতাহাতি শুরু হয়। রীতিমত একটি সংঘর্ষ সৃষ্টি হয় বিধানসভার মধ্যে।