পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ করোনা ভাইরাস সারা দেশে সুনামির মত ছেয়ে গেছে। এমত অবস্থায় করোনা ভাইরাসের মোকাবিলায় একেবারে নাজেহাল অবস্থা দেশবাসীর। করোনার এই চেন ব্রেক করতে বর্তমানে সারা দেশে বিভিন্ন রাজ্যে লক ডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। শেষ পর্যন্ত হয়ত লক ডাউনের পথে নামতে চলেছে রাজ্য সরকার।
সমস্ত রাজ্যের স্বাস্থ্য আধিকারিক এবং রাজ্যসরকারের সমস্ত চিকিৎসকদের সাথে পরামর্শ করে সরকারের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে করোনার মোকাবিলায় এবং করোনার চেন ভাঙতে সবচেয়ে প্রয়োজন হল লক ডাউনের। সকলের সাথে সকলের সামনা সামনি সম্পর্ক বন্ধ করাই একমাত্র করোনা মোকাবিলার প্রধান শর্ত।
সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে আগামী ২৯ শে এপ্রিলের পর থেকে হয়ত রাজ্য সরকার লক ডাউনের পথে হাঁটতে পারে। রিপোর্ট অনুযায়ী যেখানে ২৫ শে মার্চ বাংলায় করোনা সংক্রমণের সংখ্যা ছিল ৫১৬ জন। যেখানে ২৫ শে এপ্রিল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১৬ হাজার। অর্থাৎ সংক্রামণের হার ছিল অনেক গুণ কম।
যেখানে কিছুদিন আগেও চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৫০ সেখানে মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮০০ জন। এই প্রসঙ্গে চিকিৎসক দিপ্তেন্দ্র সরকার বলেন যে, ” এই মুহূর্তে সবার টেস্ট করলে হয়ত দেখা যাবে পাঁচ জনের মধ্যে ১ জন পজেটিভ।”
আবার চিকিৎসক কুনাল সরকার বলেন যে,” এই মুহূর্তে সংক্রামিতের সংখ্যাটা রুপক মাত্র। আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশী।” সমস্ত চিকিৎসকদের মতে সামান্য উপসর্গ থাকলেও চিকিৎসা করানো উচিৎ এবং সমস্ত দিক বিবেচনা করে জানানো হচ্ছে যে, বর্তমানে যা পরিস্থিতি তাতে রাজ্যে লক ডাউন অবস্বম্ভাবি হয়ে উঠেছে।