পশ্চিমবঙ্গ ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় এবার নাম জড়ালো প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষার মাধ্যমে ৬ জনকে বেআইনিভাবে স্কুল শিক্ষক পদে নিয়োগের অভিযোগে দীর্ঘদিন ধরে মামলা চলছে।
গতকাল শুক্রবার হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার সাক্ষী দিতে এসে স্কুল সার্ভিস কমিশনের তৎকালীন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা একটি নথির পরিপ্রেক্ষিতে জানান, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসডি পি কে বন্দ্যোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত একটি জটিলতায় তাঁকে দেখে নেওয়ার জন্য লিখিত অনুরোধ করেছিলেন। তাঁর এই বক্তব্যই নথিবদ্ধ করে আদালত।
আদালতে আরও একটি প্রশ্ন করা হয় তৎকালীন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা কে। আদালতের প্রশ্নের জবাবে শান্তি প্রসাদ জানান, এমন অন্তত শ’দুয়েক সমস্যা নিয়ে আসা মানুষের অভাব, অভিযোগ দেখার জন্য তিন সদস্যের পরীক্ষা নিয়ামক কমিটির কাছে পাঠানো হয়েছিল তাকে। এদিন আদালতের সামনে চাঞ্চল্যকর সব অভিযোগ সামনে উঠে আসলেও একই প্রশ্নের উত্তরে প্রাক্তন উপদেষ্টা নানা রকম উত্তর দিয়ে আদালতকে বিভ্রান্ত করছিলেন।
মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে তাকে হাজতবাসের হুঁশিয়ারিও দেয় আদালত। এসএসসি দুর্নীতি মামলায় এমন কিছু তথ্য সামনে এসেছে এবং এমন কিছু হেভিওয়েট নাম সামনে এসেছে যা সিবিআই তদন্ত ছাড়া আর কোন উপায় নেই বলেও মন্তব্য করেছেন আদালতের বিচারপতি। আদালতের পক্ষ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৫ শে মার্চ।