Sushmita Sen, bollywood, Miss Universe, সুস্মিতা সেন, বলিউড, মিস ইউনিভার্স
অ্যাডিসন ব্যাধির পর ফের হার্ট অ্যাটাকে আক্রান্ত প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সুস্মিতা সেন ২রা মার্চ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছিলেন যে তিনি সম্প্রতি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। যার জন্য তাকে এনজিওপ্লাস্টি করতে হয়েছিল। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী এও জানিয়েছিলেন, তার হার্টে একটি স্টেন্ট ঢোকানো হয়েছে।

পরবর্তীতে তিনি তার বাবার সাথে তোলা একটি পুরনো ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, “আপনার হৃদয়কে খুশি এবং সাহসী রাখুন এবং যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন এটি আপনার কাজে আসবে।” তিনি ক্যাপশনে উল্লেখ্য করেছেন যে তার বাবা এই কথাটি তাকে প্রায়শই বলে থাকতেন।

তিনি আরো লিখেছেন, “কয়েকদিন আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল…আমি এনজিওপ্লাস্টি করেছি…স্টেন্টও বসানো হয়েছে…এবং সবচেয়ে বড় কথা আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন ‘আমার হার্ট বড়’।” তারপর তিনি তার অনুরাগী, ভক্ত ও প্রিয়জনদের উদ্দেশ্যে লেখেন “এই পোস্টটি করা হলো শুধুমাত্র আপনাদের (আমার সমর্থক এবং প্রিয়জনদের) সুসংবাদ জানানোর জন্য… যে সব ঠিক আছে এবং আমি একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হয়েছি।”

সুস্মিতার সুস্থ হয়ে ওঠার খবর চাউর হতেই তার বন্ধু, ভক্ত ও সমর্থকরা তার পোস্টে শুভেচ্ছা পাঠাতে শুরু করেছেন। অভিনেতার ভাই রাজীব সেন সুস্মিতার সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, “আমার শক্তিশালী।” বলিউডের বিভিন্ন অভিনেত্রীদেরও তাকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে। এই তালিকায় রয়েছেন শিল্পা শেঠি, সমীরা রেড্ডি, টাবু থেকে শুরু করে আরো অনেকে। প্রাক্তন এই মিস ইউনিভার্স এর আগে ২০১৪ সালে তার অ্যাডিসনের রোগ ধরা পড়ার করা জানিয়েছিলেন।

২০২০ সালে, সুস্মিতা নিজের মুখে সেই সময়ে এই রোগের বিরুদ্ধে তার যুদ্ধের কথা শেয়ার করেছিলেন। সেই সাথে জানিয়েছিলেন শুরুতে তাকে কতটা পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। তিনি আরো জানিয়েছিলেন স্বাস্থ্য সমস্যা এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার সঙ্গে লড়াই করা যে কতটা বেদনাদায়ক।

২০১৪ সালের সেপ্টেম্বরের যখন তার অ্যাডিসন নামের একটি অটো ইমিউন রোগ ধরা পড়ে প্রথমে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ভেবেছিলেন তিনি হয়তো এই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। তবে নিজের অফুরান প্রাণশক্তি ও অদম্য জেদের উপর দাঁড়িয়ে আজও তিনি বহাল তবিয়তেই টিকে আছেন।