Imran Khan Shot, Imran Khan
ওয়াজিরাবাদে লংমার্চে গুলিবিদ্ধ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক: বর্তমানে পাকিস্তানে চলছে লংমার্চ। সেখানেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। ওয়াজিরাবাদে এই মার্চ চলাকালীন গুলিবিদ্ধ হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সকলের প্রকাশ্যে তার দিকে গুলি নিক্ষেপ করা হয়। সূত্রের খবর, ইমরান খানের পা-এ গুলি লেগেছে। সামান্যের জন্য রেহাই পান তিনি।

পাকিস্তানের গুজরানওয়ালায় আল্লাহওয়ালা চকে এই ঘটনাটি ঘটে। এইদিন লংমার্চে একটি ট্রাকের সাথে কন্টেইনার যুক্ত করা ছিল। আর সেখানেই ছিলেন ইমরান। ওই কনটেইনারের উপর উঠে বক্তৃতা দিচ্ছিলেন তিনি। আর তখনই এক ব্যক্তি ইমরান খানের উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। জানা গিয়েছে, ইমরান খানের পা-এ গুলি লেগেছে। তাছাড়াও তার দলের বেশ কয়েকজন নেতাগণও গুলিবিদ্ধ হন।

জানা যায়, বর্তমান পাক-সরকারের বিরুদ্ধে গিয়েই ইমরান খানের রাজনৈতিক দল এই লংমার্চের আয়োজন করে। গত শুক্রবার পাকিস্তানের লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত এই লংমার্চ শুরু হয়। মূলত পাকিস্তানে গণতন্ত্রবাদকে পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মার্চের আয়োজন করা হয়। ইমরান খান এই সমবেত সভায় সকলকে আহ্বান জানিয়ে লিবার্টি চকে ডেকেছিলেন এবং সেখান থেকেই প্রায় চারশো কিলোমিটার পায়ে হেঁটে ইসলামাবাদ যাওয়ার কথা হয়।

ইমরান খানের হাত থেকে প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার পরই পাকিস্তানে রাজনৈতিক অরাজকতা শুরু হয়ে যায়। ইমরান খানের রাজত্ব টলমল হতেই শাহবাজ শরীফ সেদেশের প্রধানমন্ত্রীর আসন দখল করে। পাকিস্তানে শরিফ সরকার নিজের প্রভাব বিস্তারের পরই, সেখানে অরাজকতার নিদর্শন দেখতে পাওয়া যায়। এরপরই বিভিন্ন জায়গায় ইমরান খান তার নিজের দলকে নিয়ে সভা শুরু করতে থাকেন। সেই সভায় ভাষণ দিতে গিয়ে ভারতের বিদেশনীতি সম্পর্কে প্রশংসা করেন তিনি।

এই লংমার্চে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলায় ইমরান খান সহ তার দলের আরও ৯ জন নেতা আহত হয়েছেন এবং একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে স্পষ্টভাবে কোন বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি। সূত্রের খবর, ইমরান খানের ডান পা-এ তিন থেকে চারটি গুলি লেগেছে। এই ঘটনার সাথে সাথেই তাকে একটি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।