ভ্যাকসিন, করোনা টীকা, করোনা ভাইরাস, প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী, মনমোহন সিং
চিত্র- সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে করোনা ভাইরাস একেবারে দাবানলের মত ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে ফের লক ডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। এমত অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্তের নিরিখে প্রায় শীর্ষে উঠে এসেছে ভারত। ভারতে বিভিন্ন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একেবারে লাফিয়ে বাড়ছে।

এমত অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই মারাত্মক সংকটে এবং অতিমারীর সময় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

এই করোনা পরিস্থিতিকে মনমোহন সিং ” অভূতপূর্ব জরুরি অবস্থা ” বলে দাবী করেছেন। তিনি যেসমস্ত বিষয়ের ওপর বেশী গুরুত্ব দিয়েছেন সেগুলি হল, মাস্ক এর সঠিক ব্যবহার, সোশ্যাল ডিসটেনস। টিকাকরনের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, যে, প্রথমে লক্ষ্য মাত্রা ধার্য করতে হবে।

সেক্ষেত্রে যত সংখ্যক লোককে টীকা দেবার ব্যবস্থা করা হবে ভাবা হবে তত পরিমাণ টীকার অর্ডার খুব তাড়াতাড়ি টীকা প্রস্তুত কারক সংস্থাকে দিতে হবে। সেক্ষেত্রে ১০ শতাংশ লক্ষমাত্রা ধার্য করে এগিয়ে যেতে হবে। অন্যদিকে প্রত্যেক রাজ্যের কথা মাথায় রাখতে হবে বলে মনে করেন মনমোহন  সিং। সেক্ষেত্রে কত পরিমাণ টীকা তারা হাতে পেলে টীকাকরণ কর্মসূচীর দ্রুত এবং সঠিক সমাধান হবে তা ঠিক করতে হবে।

এছাড়াও মনমোহন সিং বলেন যে, ৪৫ বছরের কম বয়সী হলেও যারা সামনের সারির যোদ্ধা তাদেরকে সবার আগে ভ্যাকসিন দিতে হবে। সেক্ষেত্রে বাস চালক, ট্যাক্সি চালক, পুরোসভার কর্মী, পঞ্চায়েত কর্মী, আশা কর্মী, এবং আছেন আইন জীবীরাও। এই সব কর্মের সাথে যুক্ত মানুষদের বয়স যদি ৪৫ এর কম হয় তাও তাদের টিকাকরণের আওত্তায় রাখা যেতে পারে।

এর সাথে তিনি লাইসেন্স প্রদানের কথাও উল্লেখ করেন। মনমোহন সিং এর মতে একটি কিংবা দুটি নয়, বেশ কয়েকটি ওষুধ প্রস্তুত কারক সংস্থাকে করোনা ভ্যাকসিন তৈরির লাইসেন্স প্রদান খুব জরুরি। সেক্ষেত্রে কম সময় বেশী ভ্যাকসিন পাবে সাধারণ মানুষ।