acid attack kolkata, acid attack
কলকাতার রাস্তায় অ্যাসিড হামলা, আক্রান্ত চার মহিলাকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্ক:- আমাদের সমাজে যত রকম অন্যায় মূলক, নিকৃষ্টতম ও বর্বরতা পূর্ণ কার্যক্রম সংঘটিত হয় তার মধ্যে অন্যতম হলো অ্যাসিড নিক্ষেপ। আর ঠিক এমনটাই ঘটনা ঘটেছে এদিন কলকাতার রাজপথে। দিনের আলোয় সবার সামনেই নিক্ষেপ করা হয় অ্যাসিড।

এই অ্যাসিড হামলায় আক্রান্ত হন চারজন মহিলা । প্রত্যেকেই এখন কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে আনন্দপুর এর নিকটে লোকালয়ে। পুলিশ সূত্রে জানা গেছে যে, আনন্দপুর এর নিকট ওই জায়গায় প্রেমিক-প্রেমিকাদের বিশৃংখল কার্যকলাপের মধ্যে দিয়ে বেশ কিছুদিন ধরে অসন্তোষ তৈরি হচ্ছিল। আর এলাকার বাসিন্দারা ওই বিশৃঙ্খলা পূর্ণ কার্যকলাপের প্রতিবাদ জানাতেই এই বর্বরতা পূর্ণ ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

এই অ্যাসিড হামলায় ৪ জন মহিলার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত চিকিৎসকরা । তিনি এখন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন।

নির্মম অমানবিক এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রেমিক-প্রেমিকা যুগলকেও। আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে কোনও দোকানে অ্যাসিড বিক্রি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু সুপ্রিম কোর্টের এই আদেশ অগ্রাহ্য করে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত খুব সহজেই দোকানদাররা অ্যাসিড বিক্রি করে চলেছেন। আর যার ফলস্বরুপ এই নির্মম ঘটনা।

পরিসংখ্যানের পাতা উল্টালে খুব সহজেই আমরা অবগত হতে পারি যে, এই নিকৃষ্টতম অ্যাসিড হামলায় পশ্চিমবঙ্গের রেকর্ড খুব একটা ভালো নয় । আর তারই এক জ্বলন্ত উদাহরণ আনন্দপুর এর ঘটনাটি।