lionel messi, argentina, qatar world cup, লিওনেল মেসি, France, kylian mbappe, world cup final,, argenitina vs france
বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনা, স্বপ্নপূরণ হবে মেসির নাকি ফের শ্রেষ্ঠ হবে ফ্রান্স ?

বিশ্বকাপ ফুটবলঃ- গত মাসের ২০ নভেম্বর শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ। মোট ৩২টি দল নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। গত একমাস ধরে চলেছে ফুটবল বিশ্বের লড়াই। তবে এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে কাতার বিশ্বকাপ । ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ফুটবল প্রতিযোগিতার উপসংহার। এরপরে কোন একদল সোনালী ট্রফি নিয়ে ফিরে যাবে নিজের দেশে।

আগামী ১৮ তারিখ রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং ফ্রান্স। তৃতীয়বারের জন্য শিরোপা জেতার সুযোগ রয়েছে দুই দলের কাছেই। গতকাল রাতে কাতারের আল বায়ত স্টেডিয়ামে সেমিফাইনালের আফ্রিকান লায়ন মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে স্থান নিশ্চিত করে ফ্রান্স। পরপর দুইবার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে এমবাপ্পে দের কাছে ।

তবে তাদের এই স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়াতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। সোমবার প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়া ৩-০ গোলে পরাস্ত করে ফাইনালে পৌঁছে যায় মেসি বাহিনী। ২০১৪ সালে জার্মানির কাছে অতিরিক্ত সময় ১-০ গোলে পরাস্ত হয়ে স্বপ্ন ভঙ্গ হয় মেসির। আবার আট বছর পরে বিশ্বকাপ জেতার সুযোগ এসেছে আলবিসেলেস্তের কাছে। ২০১৪ মত একই ভুল করতে চাইবেন না মেসিরা।

বিশ্বকাপের মঞ্চে এখনো পর্যন্ত ফ্রান্স এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে মোট তিনবার, এরমধ্যে দুবার জয় পেয়েছে আর্জেন্টিনা এবং ফরাসি দল জিতেছে ১ বার। গতবার রাউন্ড অফ সিক্সটিনে প্রথমবার আর্জেন্টিনাকে পরাজয় মুখ দেখতে হয় ফ্রান্সের কাছে। রাউন্ড অফ সিক্সটিনে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলেরই তবে ম্যাচের শেষ দিকে ৪-৩ গোলের ব্যবধানে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় মেসিদের। রাশিয়ার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে’ স্কালোনিদের ছেলেদের কাছে।

বিশ্বকাপে এই দুই দল প্রথম বার মুখোমুখি হয় ১৯৩০ সালের বিশ্বকাপের আসরে। দ্বিতীয়বার মুখোমুখি হয় ১৯৭৮ সালে। দু’বারের হারের মুখ দেখতে হয় ফরাসি দলকে। সব মিলিয়ে মোট ১২ বার মুখোমুখি হয় এই দুই দল। যার মধ্যে ৬টি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা, এবং ৩ ম্যাচে জয়লাভ করে ফরাসি দল এবং বাকি তিনটি খেলা ড্রয়ের খাতায় যোগ হয়েছে।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আন্ডারডগ তিউনিসিয়ার বিরুদ্ধে হোঁচট খেয়েছিল ফ্রান্স। ১-০ গোলে পরাজিত হতে হয় তাদের। অন্যদিকে বিশ্বকাপ অভিযানের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই বড় ধাক্কা লাগে আর্জেন্টিনার । সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয় হতে হয় তাদের। এই দুটি ম্যাচ বাদে বিশ্বকাপে অপ্রতিরোধ্য এই দুই দলই। তবে শেষ পর্যন্ত কারা হাসছে চলেছে শেষ হাসি তার জন্য বিশ্ব ফুটবলকে অপেক্ষা করতে হবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।