১-লা ফেব্রুয়ারি থেকে এটিএম-এ আর পাবেন না টাকা, ATM, ATM Fraud, india news, news, Punjab National Bank
ছবিঃ সংগৃহীত

ওয়েব ডেস্কঃ লকডাউনের মধ্যে মানুষ করোনার থেকে বেশি চিন্তিত এটিএম কার্ড জালিয়াতি নিয়ে। দেশজুড়ে প্রতিদিনই বেড়ে চলেছে এটিএম জালিয়াতির ঘটনা। এটিএম জালিয়াতি দুর্ঘটনা থেকে গ্রাহকদের সুরক্ষার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এক বিশেষ পদক্ষেপ নিল।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টুইট করে জানিয়েছে, ১লা ফেব্রুয়ারি থেকে নন ইএমভি (NON EMV)এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন না গ্রাহকরা। এটিএম কার্ড জালিয়াতি থেকে সুরক্ষার জন্যই এমন পদক্ষেপ নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এছাড়াও গ্রাহকদের সুবিধার্থে অ্যান্ড্রয়েড ফোনে ইএনবি অ্যাপের মাধ্যমে এটিএম কার্ড ডিএক্টিভেট এবং এক্টিভেট করতে পারবেন। গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন পদক্ষেপ নিল ব্যাংক। এটি শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর গ্রাহকরা ব্যবহার করতে পারবেন ।

যেকোনো এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গ্রাহকরা। নন ইএমভি এটিএম মেশিন গুলোতে টাকা তোলার সময় এটিএম কার্ড আটকে থাকে না। এই কারণে এটিএম জালিয়াতি বেশি দেখা যায়। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র ইএমভি এটিএম মেশিন গুলো থেকেই টাকা লেনদেন করতে পারবেন গ্রাহকরা। ইএমভি এটিএম মেশিন গুলি থেকে টাকা উইথড্রল করার সময় ডেবিট কার্ড আটকে থাকবে। এতে এটিএম জালিয়াতি থেকে সুরক্ষা পাবেন গ্রাহকরা।