পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ গত ২ রা মে রাজ্যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ৫ই মে তাঁর বাকি মন্ত্রীসভার সদস্যরা একে একে মন্ত্রীসভায় শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের সাথে সাথেই ফের কোলকাতা পুরসভার পুরপ্রধান অর্থাৎ ফিরহাদ হাকিম করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েন। তিনি ঘোষণা করেন যে, এবার থেকে বাড়িতে বসেই বিনামূল্যে হবে করোনা পরীক্ষা।
কোলকাতা পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেন পুরো প্রধান ফিরহাদ হাকিম। করোনা ভাইরাস এর সংক্রমণ কমানোর জন্য যেটা সবচেয়ে বেশী প্রয়োজন সেটা হল র্যাপিড করোনা টেস্ট। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে কোলকাতা পুরসভা থেকে এবারে বাড়ি গিয়ে বিনামূল্যে করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি নম্বর। পুরসভা থেকে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি হল- ৯৮৩০০৩৭৪৯৩। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই বাড়িতে পৌঁছে যাবে করোনা পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষা হবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই সুবিধা পেতে হলে মানতে হবে কিছু শর্ত।
প্রথমত কোলকাতা পুরসভার মধ্যেই মিলবে এই পরিষেবা। করোনা পরীক্ষা করতে স্বাস্থ্য কর্মীরা যেসব স্থানে যাবেন সেখানে যেন একটি নির্দিষ্ট স্থান থাকে যেখানে বসে তারা করোনা পরীক্ষা করতে পারেন। এর ছাড়াও কমপক্ষে ২০ জনের নমুনা সংগ্রহ করার থাকলেই মিলবে এই পরিষেবা।
এই সমস্ত শর্ত গুলি মেনেই করতে হবে বিনামূল্যে করোনা পরীক্ষা। এছাড়াও কোলকাতা পুরসভার এই উদ্যোগে অনেকেই উপকৃত হবে বলে মনে করছেন পুরো প্রধান। করোনা পরীক্ষার ক্ষেত্রে এটা যে খুবই ভালো উদ্যোগ তা বলাই বাহুল্য।