পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ বর্তমানে ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজ এবং সাধারণ মানুষের উপযোগী করে তুলতে নতুন কিছু সুবিধে জনক পরিষেবা নিয়ে এসেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। করোনা উত্তর পরিস্থিতিতে যেখানে সোশ্যাল ডিস্টেন্সকে লোকে বেশী গুরুত্ব দিচ্ছে সেখানে SBI এর এই পরিষেবাগুলি যে সকলের জন্য সুবিধে জনক হবে তা বলাই বাহুল্য।
যদিও অনেক আগে থেকেই SBI গ্রাহকরা ঘরে বসেই অ্যাকাউনট এর ব্যালেন্স চেক, ফান্ড ট্রান্সফার, নতুন চেক বুকের আবেদন, ডেবিড কার্ডের আবেদন, SBI ইন্টারনেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ফিক্সড ডিপোজিট এবং রেকারিং জমা, এই সব কাজ গুলি গ্রাহকরা শুধুমাত্র ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই করতে পারতো।
বর্তমানে SBI গ্রাহকরা আরও আটটি দুর্দান্ত পরিষেবা ঘরে বসেই পেতে পারেন। সেই পরিষেবা গুলি হল- টাকা লেনদেন, এটিএম কার্ডের জন্য আবেদন, বিল পেমেন্ট, ডিপোজিট অ্যাকাউউনট সংক্রান্ত কাজ, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউনট স্টেটমেনট, চেক বুকের জন্য আবেদন, ট্যাক্স পেমেনট, ইউপিআই শুরু করা এবং বন্ধ করা এই কাজ গুলো করতে পারবেন গ্রাহকরা।
#InternetBanking facility allows you to perform banking transactions from the safety & convenience of your homes. The best technology is available for You – Anywhere & Anytime. Please log in today – https://t.co/8O47eWN4yG #SafeBanking #PersonalBanking #OnlineSBI #GharSeBanking pic.twitter.com/377Jg8Lq60
— State Bank of India (@TheOfficialSBI) April 6, 2021
আগে যেমন ব্যাঙ্কে গিয়ে ফর্ম ফিলাপ করে চালু করতে হত নেট ব্যাঙ্কিং। কিন্তু বর্তমানে সম্পূর্ণ ব্যবস্থা অনলাইনে করতে পারবেন গ্রাহকরা। সেই মর্মে টুইট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। এই জন্য কিছু নিয়ম ফলো করতে হবে। সেগুলি নিম্ন রূপ-
১) প্রথমে SBI এর নেট ব্যাঙ্কিং এর হোম পেজ onlinesbi.com এ যেতে হবে।
২) তারপর ক্লিক করতে হবে New User / Activation এ।
৩) এরপর সেখানে নিজের অ্যাকাউনট নম্বর, সিআইএফ নম্বর, ব্রাঞ্চ কোড, দেশ, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং অন্যান্য বিভিন্ন জরুরি পরিষেবা সিলেক্ট করতে হবে।
৪) এরপর সেটা সাবমিট বাটন এ গিয়ে ক্লিক করতে হবে।
৫) এরপর রেজিস্টার করা মোবাইল নম্বরে আসবে ওটিপি।
৬) এরপর করতে হবে এটিএম কার্ড সিলেক্ট।
৭) যার এটিএম কার্ড থাকবে না তাদের বাকি জরুরি প্রক্রিয়া ব্যাঙ্ক পূরণ করে দেবে।
8) এরপর টেম্পোরারি ইউজার নেম নোট করে বানাতে হবে নতুন লগ ইন পাসওয়ার্ড।
৯) শেষে রেজিস্ত্রেশান প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বাটন ক্লিক করতে হবে।
এইভাবে খুব সহজে এবং কম পরিশ্রমে ঘরে বসেই SBI গ্রাহকরা পেতে পারেন এই সমস্ত পরিষেবা।