পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হ্যাটট্রিক জয়ের পর আজ শপথ নিয়ে করোনার সংক্রমন আটকাতে একাধিক ঘোষণা করলেন। তবে এখনই সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে না বাংলায় সে বিষয়েও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন।
প্রসঙ্গত, এর আগেই দক্ষিণ-পূর্ব এবং পূর্ব রেলওয়ে এর পক্ষ থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে কিছু দূরপাল্লার ট্রেন এবং কিছু লোকাল ট্রেনও ছিল। পূর্ব রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছিল প্রচুর পরিমাণে রেলওয়ে কর্মী এবং বিশেষ করে ট্রেন চালকদের করোনা সংক্রমণ ধরা পড়েছে তাই তখন তারা ট্রেন সংখ্যা কমাতে বাধ্য হয়েছিল। তবে আজ নতুন করে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় আগামীকাল থেকে সারা রাজ্য জুড়ে বন্ধ থাকবে সমস্ত লোকাল ট্রেন।
লোকাল ট্রেন বাতিল করার প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওখানে সব থেকে বেশি গাদাগাদি হয়, তাই আগামীকাল থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে।’ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বাংলার কোভিড পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে এসে বলেছিলেন সবার আগে রাজ্যের কোভিড পরিস্থিতি সামলাবো। সেই কথা মত কাজ শুরু করে দিলেন তিনি।