পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তে জেরেই এই গরমের দাপট লক্ষ্য করা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। যদিও অনুমান করা হচ্ছে যে, আসন্ন ২-৩ দিনের মধ্যেই তাপমাত্রা হঠাৎ করে কমতে পারে। তবে তা স্থির হবে না। ফের উর্ধ্বগামী হবে তাপমাত্রা। দেখে নিন কেমন থাকবে আজকের (২৯শে জানুয়ারি ২০২৩) আবহাওয়া –
আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৭.২ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.৪ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৬৭ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৫১ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৭মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২৩মিনিট
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী, উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন কোন পরিবর্তন দেখা যাবে না আগামী কয়েক দিনে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় বজায় থাকবে। বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। রাতের বেলা তাপমাত্রা যে খুব একটা হ্রাস পাবে, তেমনও নয়। তবে ২-৩ দিন পর তাপমাত্রা খানিক হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গোটা উত্তরবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার কোন পরিবর্তন সেরকম অনুভব হবে না। আবহাওয়া প্রায় শুষ্কই থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে অনুমান করা হচ্ছে যে, আসন্ন কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। তবে সেই হ্রাসমান তাপমাত্রা যে দিনের পর দিন একই থাকবে তেমন নয়। কিছুদিন পরই আবার তাপমাত্রা বৃদ্ধি পাবে। শহর থেকে দূরের জেলাগুলিতে তাপমাত্রা তুলনায় কম থাকবে।
আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে। বিভিন্ন জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। তবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। মাত্র ৩-৪ দিন এই শীতের আবহাওয়া ক্ষণস্থায়ী থাকবে।