today weather, kolkata weather, ajker abohaoya, weather, আজকের আবহাওয়া, আবহাওয়া,
কবে থেকে দেখা মিলবে জাকিয়ে শীতের ? জানালো আলিপুর আবহাওয়া দপ্তর| ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বঙ্গে এখনো শীতের আগমন না ঘটলেও, বেশ ঠান্ডা অনুভব করছে বাংলার মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রার তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে স্বাভাবিকের নিচে। যার ফলে দিনের বেলা একটু গরম অনুভব হলেও রাত ও ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভব করছে বঙ্গবাসী। ইতিমধ্যেই ফ্যানের সুইচ অফ করে সঙ্গী হয়েছে সোয়েটার, কাঁথা, কম্বল।

আজ সোমবার, আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলা থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে এবং গোটা বাংলা জুড়ে বর্তমানে বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। তবে জাঁকিয়ে শীতের দেখা কবে থেকে মিলবে? আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মধ্যে বঙ্গে প্রবেশ করবে শীত। তবে এরই মধ্য দিয়ে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি হচ্ছে, যার কারণে বঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পাশাপাশি তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

আজকের (Today Weather) আবহাওয়াঃ

আজ কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ শতাংশের আশেপাশে। দিনের বেলায় তাপমাত্রার পারদ বেশি থাকার কারণে গরম অনুভব করবে বঙ্গবাসী কিন্তু রাতের দিকে মিলবে শীতের পরশ।

আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াঃ

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ দুই বঙ্গের কোনও জেলাতে বৃষ্টির কোন পূর্বাভাস নেই। তাপমাত্রার পারদ ইতিমধ্যে স্বাভাবিকের নিচে নেমেছে। রাতের দিকে বেশ শীতের দেখা মিলছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সোয়েটার ও চাদরের ব্যবহার। তবে এখনো শীতের দেখা নেই বঙ্গে! আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মাস অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময় বঙ্গে শীতের আগমন ঘটবে। নভেম্বরের শেষ সপ্তাহের দিক থেকে জাঁকিয়ে শীতের দেখা মিলবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।