Disel Price, পেট্রোলের দাম, ডিজেলের দাম, petrol price
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ বাজারে দ্রব্যাদির দাম অগ্নিমূল্য। একই সঙ্গে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে। বর্তমানে ভারতে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া। এরইমধ্যে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে বাড়তে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এবার মধ্যবিত্ত সাধারণ মানুষের অবস্থা কি?

বিশ্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে রেকর্ড গড়ে তুলেছে ভারত। বিশ্ব বাজারে পেট্রোল (Petrol Price) ও ডিজেলের দাম (Disel Price) ২৩ টাকা লিটার। সেই তেল আমাদের দেশে বিক্রি হচ্ছে ৯০ – ১০০ টাকা লিটার। যা বিশ্বের আর কোন দেশে লক্ষ্য করা যায় না। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম যতটা হুড়মুড়িয়ে কমছে। সেই অনুপাতে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমেনি।

গত শুক্রবার ডিজেলের দাম (Disel Price) বৃদ্ধি পেয়েছিল ০.৩০ পয়সা। গত বুধবার পর্যন্ত ডিজেলের দাম পরিবর্তন হয়নি। আজ বৃহস্পতিবার ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি লিটারে ০.৩০ পয়সা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক দেশের মেট্রো শহর গুলিতে আজকে ডিজেলের দাম কত-

  • কলকাতায় আজ ডিজেলের দাম (Disel Price) প্রতি লিটার ৮১ টাকা ০.৬১ পয়সা।
  • রাজধানী দিল্লিতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৭৩ টাকা ০.০৩ পয়সা।
  • মুম্বাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৪ টাকা ০.৯৪ পয়সা।
  • চেন্নাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৩ টাকা ০.৮০ পয়সা।

ডিজেলের দাম এর মত পেট্রোলের দাম (Petrol Price) এর শেষ পরিবর্তন হয়েছে গত শুক্রবার এবং গত বুধবার পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। একই স্থানে দাঁড়িয়ে ছিল। আজ বৃহস্পতিবার প্রতি লিটার পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে ০.২৪ পয়সা। আসুন জেনে নেওয়া যাক দেশের মেট্রো শহরগুলিতে আজ পেট্রোলের দাম কত-

  • কলকাতা শহরে আজ পেট্রোলের দাম (Petrol Price) প্রতি লিটার ৮৯ টাকা ০.১৬ পয়সা।
  • রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৮৭ টাকা ০.৮৫ পয়সা।
  • মুম্বাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯৪ টাকা .০.৩৬ পয়সা।
  • চেন্নাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯০ টাকা ০.৮০ পয়সা।