Disel Price, petrol price, পেট্রোলের দাম, ডিজেলের দাম
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ভারতের বাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম। গত ৮ জানুয়ারি থেকে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। জ্বালানি তেলের দাম নিম্নমুখী হওয়ার কোন নামই নেই। গত ৮ জানুয়ারির আগে মাসকয়েক একই স্থানে স্থির ছিল পেট্রোল ও ডিজেলের দাম। দিন দিন বেড়েই চলেছে পেট্রোল (Petrol Price) ও ডিজেলের দাম (Disel Price)। ভারতের বাজারে আজ জ্বালানি তেলের দাম কত বাড়লো?

আজ রবিবার সকাল থেকেই পেট্রোলের (Petrol Price) দাম প্রতি লিটারে ০.২৮ পয়সা বেরেছে এবং ডিজেলের দাম (Disel Price) বেড়েছে ০.৩২ পয়সা প্রতি লিটারে। এবার আকাশ ছুলো পেট্রোলের দাম। জ্বালানি তেলের দাম কেন এত বেড়ে চলেছে? জানা গিয়েছে, কো-ভ্যাকসিন টিকাকরণ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে আপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলেই জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে অনেক তেল কোম্পানি তেল যোগান কম করে দিয়েছে। বাজারে জ্বালানি তেলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আর সেই জন্যই পেট্রোল ও ডিজেলের দাম অগ্নি মূল্য।

আজ রবিবার ডিজেলের দাম (Disel Price) বৃদ্ধি পেয়েছে ০.৩২ পয়সা। টানা ৬ দিন ধরে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। আসুন ভারতের মেট্রো শহরগুলিতে ডিজেলের দাম কত এক ঝলকে দেখে নেওয়া যাক-

  • কলকাতায় আজ ডিজেলের দাম (Disel Price) প্রতি লিটার ৮২ টাকা ০.৬৫ পয়সা।
  • রাজধানী দিল্লিতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৭৯ টাকা ০.৬ পয়সা।
  • মুম্বাইয়ে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৬ টাকা ০.৪ পয়সা।
  • চেন্নাইতে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৮৪ টাকা ০.১৬ পয়সা।

ডিজেলের মতই পেট্রোলের দাম (Petrol Price) বৃদ্ধি পেয়েছে ০.২৮ পয়সা। আসুন ভারতের মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম কত এক ঝলকে দেখে নেওয়া যাক-

  • কলকাতায় আজ পেট্রোলের দাম (Petrol Price) প্রতি লিটার ৯০ টাকা ০.১ পয়সা।
  • রাজধানী আজ দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৮৮ টাকা ০.৭৩ পয়সা।
  • মুম্বাইয়ে আজ ডিজেলের দাম প্রতি লিটার ৯৫ টাকা ০.২১ পয়সা।
  • চেন্নাইতে আজ পেট্রোলের দাম প্রতি লিটার ৯০ টাকা ০.৯৬ পয়সা।