কুনাল ঘোষ, বাংলা বিধানসভা ভোট, তৃণমূল কংগ্রেস
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- রাজ্য বিধানসভা ভোটকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হয়েছে বাংলা। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে ভোট দখলের লড়াই বারবার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসী সামনে।

বিভিন্ন রাজনৈতিক দল নেতারা একে অপরের প্রতি যে রকম ভাষা প্রয়োগ করেছেন তাতে ভদ্র সমাজ তাদের কতটা মনে জায়গা দিয়েছে তা আগামী ২ রা মে জানা যাবে। এখনও পর্যন্ত ছটি দফায় ভোটগ্রহণ হয়ে গিয়েছে এবারের বাংলার বিধানসভা নির্বাচনে। তবে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবার নিজে ফেসবুকে একটি পোস্ট করে জানিয়ে দিলেন কত আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূল নেতা কুনাল ঘোষ তার পোস্টে লিখেছেন এবার রাজ্যে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ২২৮ টি আসন এবং বিজেপি পেতে চলেছে ৪৯ টি আসন। একটি স্কোরবোর্ডের ছবি পোস্ট করে সেখানে এই পরিসংখ্যান দিয়েছেন কুনাল ঘোষ এবং এর সাথে সাথে বড় করে ওই স্কোরবোর্ডে নিচে লেখা হয়েছে ‘খেলা শেষ’।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছে ওই পোস্টটি। বিভিন্ন ধরনের মতামত ওই পোস্টের নিচে করছেন বাংলার মানুষ। কেউ তার পোস্ট নিয়ে খিল্লি করছেন, আবার কেউ আনন্দে অভিনন্দন জানাচ্ছেন।

একজন ব্যক্তি ওই পোস্টের নিচে লেখেন “মাত্র ৪৯ টা আসন বিজেপির জন্য ছাড়লেন কেন ? ওটাও নিজেদের সাথে যোগ করে দিতে পারতেন।”

অন্য একজন লেখেন “বাংলায় এবার যেমন ভোট হয়েছে, তাতে কোনো দলই এত সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সুতরাং এই পোষ্টের কোন মানেই হয়না।”