gautam gambhir, One rupee canteen, এক টাকার ক্যান্টিন, গৌতম গম্ভীর
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ গোটা দেশ ভুগছে মহামারী করোনা ভাইরাস-এ। মারন রোগ করোনা ভাইরাসের ফলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দেশ। করোনা ভাইরাস-এর জেরে বহু মানুষ তাদের কাজ হারিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে দিন আনা, দিন খাওয়া মানুষ গুলি পড়েছে অসুবিধায়।

তবে বড় সমস্যার মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। একদিকে করোনা মহামারীর জেরে কাজ হারিয়েছেন প্রচুর মানুষ। অন্যদিকে করোনার জেরে বাড়িতে ফিরতে পারছেন অনেকে। এমন অবস্থায় আশঙ্কার মধ্য দিয়েই পথে-ঘাটে দিন কাটছে তাদের। তবে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গরিব খেটে-খাওয়া মানুষের এবং পরিযায়ী শ্রমিকদের দুবেলা-দুমুঠো পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করলেন গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিল্লির বুকে চালু করলেন এক টাকার ক্যান্টিন।

gautam gambhir, One rupee canteen, এক টাকার ক্যান্টিন, গৌতম গাম্ভীর
ছবি – সংগৃহীত

গরীব মানুষের জন্য মাত্র এক টাকার বিনিময় পেট ভরে খাওয়ার ব্যবস্থা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। এক টাকার এই ক্যান্টিন চালু করার পর তা ইতিমধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করেছে।

রাজধানী দিল্লিতে দেশের বিভিন্ন স্থান থেকে পরিযায়ী শ্রমিকরা কাজের উদ্দেশ্যে যান। করোনা আবহে তাদের করুণ পরিস্থিতি দেখার পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা স্থানীয় সংসদ গৌতম গাম্ভীর এক টাকার বিনিময়ে খাবার দেওয়ার জন্য একটি ক্যান্টিন চালু করেন। প্রথমে তিনি গান্ধীনগর-এ “জন রসোই” নামে একটি ক্যান্টিন চালু করেন। কয়েক দিনের মধ্যেই ওই ক্যান্টিনের জনপ্রিয়তা লাভ করে।

gautam gambhir, One rupee canteen, এক টাকার ক্যান্টিন, গৌতম গাম্ভীর
ছবি – সংগৃহীত

এরপর তিনি আরেকটি ক্যান্টিন চালু করেন। সেটি দিল্লির অশোকনগরে চালু করা হয়েছে। ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীরের এই ক্যান্টিনে এক টাকার বিনিময় মিলছে ভরপেট খাবার। এই ক্যান্টিন গুলিতে কোভিড বিধি মেনেই খাবারের ব্যবস্থা করা হচ্ছে। গৌতম গাম্ভীর এ বিষয়ে জানিয়েছেন, “জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষ এই ক্যান্টিনে খাবার পাবেন।”

গৌতম গম্ভীর এখন বিজেপির বিধায়ক। কিন্তু তিনি বিজেপির বিধায়ক হওয়ার আগেও একাধিকবার তাকে বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে।