পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- করোনা পজিটিভ তৃণমূল নেতা মদন মিত্র। পঞ্চম দফার ভোট গ্রহণের দিন শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মদন মিত্রকে। কিন্তু গতকাল রাতে অবস্থার অবনতি হওয়ায় তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মদন মিত্র তৃণমূল নেতা হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয়। এছাড়াও কয়েকদিন আগে একটি বেসরকারি সংবাদ সংস্থার হোলির দিন আয়োজনে মদন মিত্র কে দেখা গিয়েছিল বিরোধী দলের প্রার্থীদের সঙ্গেও। রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে টলিউডের যথেষ্ট জনপ্রিয়তা এই তৃণমূল নেতা।
টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় সব সময় শিরোনামে থাকেন তার বিভিন্ন রকম মন্তব্যের জন্য। তিনি এবার মদন মিত্রের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন “মদন দা সেরে উঠুন খেলতে হবে তো আরো অনেক দিন। রাজনৈতিক পার্থক্য থাকবেই তবুও সেরে উঠুন।”
প্রসঙ্গত তৃণমূল নেতা মদন মিত্রকে গতকাল রাতে এসএসকেএম থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন তার অক্সিজেন লেভেল কমে আসছে সেই কারণেই তাকে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে বেসরকারি হাসপাতালে।
ইতিমধ্যে মদন মিত্রের স্বাস্থ্যজনিত অবস্থাকে নিয়ে চিন্তিত তৃণমূল মহল। তৃণমূল ছাড়াও রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তার সুস্থতা কামনা করে অনেকেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে।