
পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ফের হুংকার চীনের। তাইওয়ানে আমেরিকার হস্তক্ষেপে অতিষ্ঠ চীন। জাতীয় নিরাপত্তা রক্ষার্থে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মন্তব্য, সমস্ত সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে হবে যেকোনো পরিস্থিতির জন্য। সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ জয় করতে হবে আমাদের।
কিছুদিন আগেই তাইওয়ান আক্রমণের উদ্দেশ্যে সীমান্তে সাগর বরাবর যুদ্ধজাহাজ সাজাচ্ছিল চীন। কিন্তু তাইওয়ান চীনের আওতায় আসতে চায় না। স্বাধীন দেশ হিসেবে নিজের প্রতিপত্তি বহাল রাখতে চায়। তাইওয়ানকে সাহায্য করার জন্য আমেরিকা নিজেদের সামরিক বাহিনীকে সেখানে প্রস্তুত হতে বলে। কাজেই বলা যেতে পারে আমেরিকা নিজের সর্বশক্তি দিয়ে চীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
চীনের জাতীয় নিরাপত্তা ইতিমধ্যেই ব্যাহত হচ্ছে। আমেরিকা যথেষ্ট শক্তিশালী দেশ। তাদের সামরিক বাহিনীর প্রযুক্তিগত উন্নতি দিন দিন বেড়েই চলেছে। কাজেই তাইওয়ানে আমেরিকার খুঁটি গাড়ার ব্যাপারটি নিয়ে চীন যথেষ্ট চিন্তিত। আমেরিকার মোকাবেলার উদ্দেশ্যেই উপরিউক্ত মন্তব্য চীনের রাষ্ট্রপতির বলে ধারণা সূত্রের।
উল্লেখ্য, পরপর তিনবার ক্ষমতায় জিতে বর্তমানে চীনের প্রেসিডেন্ট হয়েছেন শি জিনপিং। চীনের নিরাপত্তা বাহিনীর প্রধানের সমস্ত দায়িত্ব তার হাতের মুঠোয়। সেদেশের তিনটি সর্বশক্তিশালী পদে তিনি রয়েছেন। একাধারে শি জিনপিং দেশের প্রেসিডেন্ট, অন্যদিকে পার্টির প্রধান এবং সামরিক বাহিনীর প্রধান। গত মঙ্গলবার নাগাদ বেইজিংয়ে সামরিক কেন্দ্র পরিদর্শনে বেরিয়েছিলেন তিনি। আর সেই সময়ই তিনি এইরূপ বক্তব্য রাখেন। তিনি আরো বলেন, সারা বিশ্বে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে চলেছে। আর চীনের নিরাপত্তা বজায় রাখার জন্যই তাদের মিশন সম্পূর্ণ করতে হবে।