পিওকে, POK, India, Pakistan, Jammu Kashmir, Gilgit-Baltistan protest
গিলগিট বাল্টিস্তানে ভারতের সাথে পুনঃমিলনের দাবি নিয়ে পিওকেতে (PoK) বিক্ষোভ অধিবাসীদের | ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- কয়েক দশক ধরে পিওকে (PoK) অঞ্চলে শোষণকারী পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতিতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) গিলগিট বাল্টিস্তানের মানুষ এখন ভারতের সাথে পুনর্মিলনের দাবি জানাচ্ছে।

বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গিলগিট বাল্টিস্তানে একটি বিশাল সমাবেশে কার্গিল রোড পুনরায় চালু করার দাবিতে এবং ভারতের লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের কার্গিল জেলার বাসিন্দাদের সাথে পুনর্মিলনের দাবি করতে দেখা যায়।

পুঞ্চ জেলার হাজিরা মহকুমায় আওয়ামী অ্যাকশন কমিটি এই অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও বাণিজ্য সমিতির দ্বারা যৌথ উদ্যোগে আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রাক্তন পিওকে প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার স্থানীয় জনগণের অধিকার রক্ষার আহ্বান জানান। তিনি গিলগিট বাল্টিস্তানের বিরুদ্ধে পাকিস্তান প্রশাসনের নীতির নিন্দা করেন।

https://twitter.com/varunpuri1984/status/1611375529235734530

সেই সাথে তিনি হিমালয় অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দ্বারা জমি দখল বন্ধ করার বিরুদ্ধে আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য পাকিস্তান সরকার যেনো গিলগিট-বালতিস্তানের জনগণকে খালসা (মুকুটের) ভূমি থেকে উচ্ছেদ না করে। তারা ডোগরা শাসনের সময় থেকে ওই অঞ্চলে বসবাস করে আসছে।

প্রসঙ্গত, গত কয়েক বছরে পাকিস্তানের অর্থনীতির মেরুদন্ড ভেঙে গিয়েছে। মাত্র কয়েক দিনের রিজার্ভ বাকি আছে পাকিস্তানের জাতীয় ব্যাংকের কাছে। আর ঠিক এই সময়ে পাকিস্তানের বিভিন্ন রাজ্য থেকে বৃক্ষ উঠে আসছে বিক্ষোভ উঠে আসছে ইসলামাবাদের উপর। ঠিক এই ভাবেই পাক অতিকৃত কাশ্মীরের জনতারাও বাসিন্দারাও খুবই ক্ষোভে ফুসছেন পাকিস্তান সরকারের ওপর পাক অধিকৃত কাশ্মীরের বারবার দাবি উঠছে কারগিল রোড খুলে দিয়ে ভারতের সাথে আবার যেন তাদের পুনঃমিলন ঘটানো হয়।