coronavirus, corona, corona bed, marashtra, করোনা ভাইরাস, করোনা,
ছবিঃ সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডেস্কঃ ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে তবুও করোনা আক্রান্ত বৃদ্ধ বাবাকে ভর্তি করানো গেল না হাসপাতালে। করোনা আক্রান্ত বৃদ্ধ বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে দরজায় দরজায় ঘুরেও মিললো না একটিও বেড।

সময় যত গড়িয়ে যাচ্ছে ততই বাবার অবস্থার অবনতি ঘটছে। শ্বাসকষ্ট বাড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রয়োজন অক্সিজেনের। কিন্তু কোনো রকমে কোন ব্যবস্থা করা যাচ্ছে না। অসুস্থ বাবাকে অ্যাম্বুলেন্স এর ভিতর শুইয়ে ছেলের কাকুতি “হয় হাসপাতালের একটি বেড এর ব্যবস্থা করে দিন, না হলে ইনজেকশন দিয়ে বাবাকে মেরে ফেলুন।”

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। করোনা আক্রান্ত বৃদ্ধের ছেলে সাগর কিশোর। বর্তমানে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ দেশজুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে। তবে এবার আশঙ্কাজনক অবস্থায় মহারাষ্ট্র। বৃদ্ধ বাবাকে গত ২৪ ঘন্টা ধরে তেলেঙ্গানা ও মহারাষ্ট্রের প্রায় সবকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চক্কর কেটেছেন সাগর। তবু একটিও হাসপাতালে মেলেনি বেড।

এই ঘটনায় সাগর কুমার জানিয়েছেন, “হাসপাতালের মেঝেতেও জায়গা নেই। উপচে পড়েছে রোগীর ভিড়। কোন হাসপাতাল নতুন রোগী নিতে চাইছে না। হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স ও ভ্যানে বহু রোগী ভর্তির জন্য অপেক্ষা করছে।”

গত ২৪ ঘন্টা ধরে বাবাকে নিয়ে প্রতিটি হাসপাতালে দরজায় দরজায় ঘুরছেন সাগর। সময় যত বেড়ে চলেছে ততই শ্বাসকষ্ট বেড়ে চলেছে বৃদ্ধ বাবার। তিনি জানিয়েছেন, “অক্সিজেন সাপোর্ট এর ব্যবস্থাও নেই কোথাও। এমন অবস্থায় বাবাকে বাঁচাতে পারবো না। এই কষ্ট সহ্য করা যাচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছি, “হয় বেডের ব্যবস্থা করে দিন, না হয় বাবাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলুন।”

সাগর কুমার বাবাকে নিয়ে সর্বপ্রথম মুম্বাই থেকে সাড়ে ৮০০ কিলোমিটার দূরে চন্দ্রপুরের হাসপাতালে নিয়ে যান। সেখানকার হাসপাতালে বেড পাননি তিনি। এরপর তিনি মুম্বাইয়ের সবকটা বড় বড় হাসপাতালে যান বাবাকে নিয়ে। মুম্বাইয়ের একটি হাসপাতালেও পাওয়া গেল না বেড।

না পেরে রাত দেড়টা নাগাদ তেলেঙ্গানার দিকে বাবাকে নিয়ে রওনা দিলেন সাগর। তেলেঙ্গানা তে পৌঁছান রাত তিনটে নাগাদ সেখানে পৌঁছেই সবকটি হাসপাতলে বেডের উদ্দেশ্যে খোঁজ শুরু করেন। তেলেঙ্গানা তেও পাওয়া যায়নি একটিও বেড। তেলেঙ্গানা থেকে বৃহস্পতিবার সকালে আবার মুম্বাই ফিরে আসেন এবং অন্যান্য শহরগুলিতে বেডের খোঁজ চালাচ্ছেন তিনি।

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ইতিমধ্যেই আশঙ্কাজনক হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ বেড। হাসপাতালগুলিতে প্রয়োজনের তুলনায় অক্সিজেনও কম। মহারাষ্ট্র সরকার কেন্দ্রে সরকারের কাছে আর্জি করেছে, বিশেষ বিমানে সাহায্যে কভিডের ঔষধ ও অক্সিজেন পৌঁছে দেওয়ার জন্য। ইতিমধ্যে সেখানে ১ লা মে পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।