russia-ukraine war, russia, ukraine, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া, ইউক্রেন
থামতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ! তবে অনিবার্য কূটনৈতিক সমাধান, দাবি পুতিনের

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার সংঘর্ষের সময়সীমা প্রায় এক বছরের কাছাকাছি। আক্রমণের প্রথমদিকে সর্বশক্তি দিয়ে জোরালো হামলা চালিয়েছিল রাশিয়া। তারপর মাঝখানে কিছুদিন সেই হামলার তীব্রতা খানিকটা হ্রাস পেয়েছিল রাশিয়ার পক্ষ থেকে। উত্তর-গোলার্ধে শীতের আগমনের পর, ফের তীব্রতার সাথে ইউক্রেনের উপর ঝাঁপিয়ে পড়েছে রাশিয়া। তবে যুদ্ধ-সমাপ্তির উড়ো বার্তার আভাস মিলছে বলে দাবি সুত্রের।

রাশিয়ার বিভিন্ন মহল থেকে মাঝে কয়েকবার পরমাণু হামলার হুঁশিয়ারিও আসে। পশ্চিমা দুনিয়ায় রাশিয়ার বিপক্ষে এই যুদ্ধ নিয়ে চলছে নানান কটাক্ষ। এমনকি তারা বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে রাশিয়ার উপর।

এছাড়াও ইউক্রেনে একাধিকবার উঠেছে রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। তবে এখন শোনা যাচ্ছে, এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে চাইছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন মার্কিন সফরে এবং সেই সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে এক বৈঠক করেছেন ভলোদিমির জেলেনস্কি।

এই বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে একত্রে হাজির হয়েছিলেন দুই দেশের প্রেসিডেন্ট। এই সংবাদ সম্মেলনে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমরা দুজনেই এই যুদ্ধের সমাপ্তি চাই। এই বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়ার আশায় রয়েছে ওয়াকিবহল মহল।

তবে রাইটার্স সূত্রে খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান হওয়া উচিত এবং তা করতে গেলে অনিবার্যভাবে একটি কূটনৈতিক সমাধান প্রয়োজন। আর এখানেই কূটনৈতিক সমাধান সূত্র খুঁজতে এগিয়ে আসতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেছেন রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান চায়, তাহলে ইউক্রেন চাইলে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে রাজি আছেন।