পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- ২০২১ এর বাংলার বিধানসভা ভোটের আগে রাজনৈতিক নেতাদের মধ্যে বাকযুদ্ধ জানি দিনকে দিন আরো তীব্রতর হতে চলেছে। আজ কাঁথির জনসভা থেকে শুভেন্দু অধিকারী কে খোলাখুলি আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে শুভেন্দু অধিকারীকে বিভিন্ন জনসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে আক্রমণ করতে দেখা গিয়েছে। সেই ভাইপো এবার পাল্টা আক্রমণ করলেন শুভেন্দু অধিকারীকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পূর্ব মেদিনীপুরের জনসভা থেকে বলেন “যারা মেদিনীপুরের আবেগকে দিল্লিতে বিক্রি করে দিয়েছে তাদের জবাব মানুষই দেবে, কাউকে কিছু করতে হবে না।” তিনি আরো বলেন “কথায় কথায় কি বলছে ? ঘুমাচ্ছে ভাইপো, উঠছে ভাইপো, সকালে হাঁটছে ভাইপো, খাচ্ছে ভাইপো, সারাদিন ভাইপো-ভাইপো। যেন আতঙ্ক হয়ে গেছে, ১৫ মিনিট বক্তব্য রাখলে ১০ মিনিট খালি ভাইপো ভাইপো।”
শুভেন্দু অধিকারীর অনুগামী কনিষ্ক পান্ডা কে নিশানা করে তিনি বলেন যে “তোর বাপকে গিয়ে বল ! তার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। কি করবি কর ? হিম্মত আছে ?”
প্রসঙ্গত,২০১৫ সালে পূর্ব মেদিনীপুরের একটি জনসভায় স্থানীয় দেবাশীষ আচর্য নামে এক যুবকের হাতে চড় খেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই যুবককে নিয়ে পাশে বসিয়ে ভিডিও করেছেন কনিষ্ক পান্ডা এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসা করেন “কি ভাইপো চিনতে পারছো” ?
আজ কাঁথিতে দাঁড়িয়ে কনিষ্ক পান্ডা কে সরাসরি জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কনিষ্ক পান্ডা কে বলেন “তোর বাপকে গিয়ে বল ! তার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। কি করবি কর ? হিম্মত আছে ? আয়। চার আনার নকুলদানা তার আবার ক্যাশ মেমো।”