
পশ্চিমবঙ্গ ডেস্কঃ পড়ুয়াদের জন্য বিশেষ ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের প্রতিনিয়ত লাইব্রেরীতে যাওয়া এবং নিয়মিত সংবাদপত্র পড়া উচিত বলে জানিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথ নিজ বাসভবনে বসে উত্তরপ্রদেশের বোর্ড পরীক্ষায় দ্বাদশ শ্রেণীর মেধাবী দশজন ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বৈঠক করেন, সেখান থেকেই এহেন মন্তব্য করেন তিনি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিভিন্ন প্রকার প্রকল্প নিয়ে আসছে যেগুলি শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। যোগী পরামর্শ দিয়ে জানিয়েছেন, মোদীজি তাদের জন্য যে সকল প্রকল্প গুলি শুরু করেছেন বা শুরু করতে যাচ্ছেন তার জন্য প্রধানমন্ত্রীকে পোস্টকার্ড বানিয়ে সম্বর্ধনা জানানো উচিত পড়ুয়াদের।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিদ্যালয়ের অধ্যক্ষদের সঙ্গে বোর্ডের পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীর প্রস্তুতির কৌশল এবং তাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে বেশ কিছু সময় ধরে আলোচনা করেন। এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পড়ুয়াদের বলেন, “সংবাদপত্র পড়ে, তোমরা আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপডেটেড থাকবে।”
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যখন মেধাবী ছাত্র ছাত্রীদের সঙ্গে বৈঠক করছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সহ আর অন্যান্য ভিআইপি সদস্য ও মন্ত্রীরা। প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সম্পর্কে ‘অভূদয় স্কিম’ -এর কথা তুলে ওই বৈঠকে তিনি আরও বলেন, “প্রকল্পটি পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যাতে তাঁরা অংশগ্রহণ করার পরিকল্পনা করছে তার জন্য প্রস্তুত করবে।”
গতকাল ছিল বিশ্ব যোগ দিবস, আর এই দিনটিতেই তিনি উত্তরপ্রদেশের মেধাবী ছাত্রদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে তিনি আরো বলেন, শরীর এবং মন সুস্থ রাখার জন্য সকল মানুষকে যোগাভ্যাস অনুশীলন করা প্রয়োজন এবং করতে হবে।