today weather news, today's weather, weather, weather news, weather update, weather in west bengal, today kolkata's weather, আজকের আবহাওয়ার খবর, আজকের আবহাওয়া, আবহাওয়া, আবহাওয়ার খবর, আবহাওয়ার আপডেট, পশ্চিমবঙ্গের আবহাওয়া, আজকে কলকাতার আবহাওয়া
উধাও মাঘের শীত! সরস্বতীপূজায় ঘাম ঝরানো উর্ধ্বমুখী পারদ! কবে ফিরবে ঠাণ্ডা? বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ সরস্বতী পুজোয় উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস অনুযায়ী রবিবারের পর থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। সোমবারের পর মঙ্গলবারও সেই ধারা মেনে উষ্ণতার পারদ রয়েছে উর্ধ্বমুখী।কলকাতার দিনের সর্বনিম্ন তাপমাত্রা এখন স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি বেশি তবে শীতের কামড় তেমন না থাকলেও ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। দেখে নিন কেমন থাকবে আজকের (২৪শে জানুয়ারি ২০২৩) আবহাওয়া –

আজকের আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রাঃ ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস
দিনের সর্বনিম্ন তাপমাত্রাঃ ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের গতিবেগঃ ১.২ কিমি প্রতি ঘন্টা
বৃষ্টির সম্ভাবনাঃ নেই
দিনের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণঃ ৮৯ শতাংশ
দিনের সর্বনিম্ন জলীয়বাষ্পের পরিমাণঃ ৬২ শতাংশ
সূর্যোদয়ঃ ৬টা ১৮মিনিট
সূর্যাস্তঃ ৫টা ২০মিনিট

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পশ্চিমে ঝঞ্ঝার কারণে এই সপ্তাহের শেষের দিকে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। আপাতত আগামী ২-৩ দিন উত্তরবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে এবং পরবর্তী ২-৩ দিন ধীরে ধীরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। পার্বত্য অঞ্চলগুলিতে এখনো শীতের আমেজ থাকলেও, উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে শীতের আমেজ প্রায় উধাও। তবে প্রায় সমগ্র উত্তরবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি কুয়াশার প্রকোপ দেখা দেবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের মতো গোটা দক্ষিণবঙ্গও আগামী কয়েকদিন সকালের দিকে ঘন কুয়াশা চাদর চাদরে ঢাকা পড়বে। ফলে সকালের দিকে গণপরিবহনের ক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। কুয়াশার জন্য আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ঝলমলে রোদের দেখা মিলবে। সঙ্গে চড়বে উষ্ণতার পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছোঁবে। সেই সাথে ঘাম ঝরবে দুপুরের দিকে। কলকাতার আশেপাশের স্থানগুলিতে ও পশ্চিমের জেলাগুলিতে সামান্য শীতের আমেজ থাকলেও খোদ কলকাতায় মিলবে না মাঘের ঠাণ্ডা।

আগামীকালের আবহাওয়া
আগামী বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি গিয়ে ঠেকতে পারে। ফলে এবার সরস্বতী পুজো কার্যত উষ্ণ হতে চলেছে। দিনের বেলা ঘাম ঝরবে এবং রাতের দিকে হালকা শীতের ভাব অনুভব করা যাবে। সকালের দিকে আগামী কয়েক দিন কুয়াশার দাপট দেখা যাবে এবং রাতে শিশির পড়বে।