সরকারি চাকরি, মনিপুর, government job, manipur
ছবি - সংগৃহীত

পশ্চিমবঙ্গ ডিজিটাল ডেস্কঃ- চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাস করা ব্যক্তিগণ পেতে পারেন সরকারি চাকরি। ক্লার্ক, ড্রাইভার, পিয়ন, চেকার ইত্যাদি পদে নিয়োগ করা হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন, চৌকিদার, ড্রাইভার এবং চেকার পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন প্রার্থীরা। মোট শূন্যপদ এর সংখ্যা ১১৮ টি।

নিয়োগ স্থান হল মনিপুর স্টেট ট্রান্সপোর্ট দপ্তর। পদগুলির যথাক্রমে সাব-ইন্সপেক্টর (এনফোর্সমেন্ট), এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ট্যাক্সেস), এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এনফোর্সমেন্ট), লোয়ার ডিভিশন ক্লার্ক, চেকার, পিয়ন, ড্রাইভার এবং চৌকিদার।

লোয়ার ডিভিশন ক্লার্কঃ এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। সাথে কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে।

ড্রাইভারঃ এই পদে আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন। এছাড়াও এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ব্যক্তির কর্মঠ হওয়া জরুরী।

সাব-ইন্সপেক্টর (এনফোর্সমেন্ট): এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোন বিষয়ে স্নাতক পাস করতে হবে।

এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ট্যাক্সেস): এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এনফোর্সমেন্ট) এসব পদে আবেদন করার জন্য প্রার্থীর পলিউশন আন্ডার কন্ট্রোল বা এই ধরনের যোগ্যতা থাকা আবশ্যক।

ভিন্ন পদের জন্য আবেদনকারীর বয়স সীমা নির্ধারিত রয়েছে। পদের বেতন শুরু ৪,৪৪০ টাকা থেকে ২০,২০০ টাকা পর্যন্ত। এর সাথে পদ অনুযায়ী রয়েছে গ্রেড পে।

আবেদন প্রক্রিয়াঃ আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। তারপর সেটির প্রিন্ট আউট বার করতে হবে। প্রিন্ট আউট করা ফর্মটি ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র সাথে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্রের সময়সীমাঃ আবেদন করা যেতে পারে ১৯শে এপ্রিল থেকে ২২শে মে ২০২১-এর মধ্যে। এ বিষয়ে বিশদ জানতে অফিশিয়াল ওয়েবসাইট www.manipur.gov.in -এ ভিজিট করতে হবে।